ইনসাইড বাংলাদেশ

বনানীতে চারতলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

রাজধানীর বনানীতে একটি চারতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বনানী কবরস্থান সংলগ্ন ২৭ নম্বর রোডের একটি চারতলা ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চারতলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে বেলা ২ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির আন্ডারগ্রাউন্ডের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভবনে রাজ ওভারসিজের অফিস রয়েছে। আগুন লাগার পর ভবনের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্ডারগ্রাউন্ডে আগুন ছড়িয়ে পড়ায় কেউ সিঁড়ি বেয়ে নামতে পারছিল না। অফিসের কর্মকর্তারাও আটকা পড়েন।

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭