ইনসাইড গ্রাউন্ড

সাকিব-মাশরাফিদের ‘এইট ইয়ার চ্যালেঞ্জ’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

গতকাল বাংলাদেশের জয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব শেয়ার হয়েছে একটি ছবি,সাথে ক্যাপশন হিসেবে ছিল ‘এইট ইয়ার চ্যালেঞ্জ’। ২০১১ সালে প্রোটিয়া এবং ক্যারিবীয়দের হতাশাজনক পারফর্মেন্স এবং ২০১৯ বিশ্বকাপে একই দলের বিপক্ষে জয়লাভ! টাইগার ক্রিকেট বিবর্তনের আদর্শ প্রতিচ্ছবি এই আট বছর।

২০১১ সালের বিশ্বকাপে মিরপুরে দক্ষিণ আফ্রিকার ২৮৪ রানের জবাবে ৭৮ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবেছিল টাইগাররা। ৮ বছর পর আরেকটি বিশ্বকাপে, তাও আবার বিদেশের মাটিতে সেই দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের বিশাল টার্গেট দিয়ে ২১ রানের জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ।

২০১১ সালের বিশ্বকাপে মিরপুরে আরেকটি ম্যাচে ৫৮ রানে অলআউট হয়েছিল টাইগাররা। সেই দুঃস্বপ্নের ম্যাচটি হয়তো এখনও ভুলেনি টাইগাররা। পরে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতে নিয়েছিল ৯ উইকেট হাতে রেখেই। ৮ বছর পর ২০১৮ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সেই ক্যারিবীয়দের ৩২২ রানের বিশাল টার্গেট ৭ উইকেট আর ৫১ বল হাতে রেখেই অনায়াসে টপকে গেছে বাংলাদেশ।

পঞ্চপাণ্ডবের হাত ধরে এই আট বছরে টাইগারদের পরিবর্তনের অনন্য প্রমাণ এই ছবিটা। যাকে বলা হচ্ছে ‘এইট ইয়ার চ্যালেঞ্জ’। 

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭