ইনসাইড গ্রাউন্ড

সাকিবের বন্দনায় পঞ্চমুখ রমিজ রাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা। বিভিন্ন সময়ে বাংলাদেশকে হেয় বা কটূক্তি করা রমিজও সাকিব বন্দনায় পঞ্চমুখ। তার মতে নিজ নিজ দলের পক্ষে কোহলি, রুট যে ভূমিকা পালন করে; বাংলাদেশের হয়ে একই কাজ করছে সাকিব। 

মিডল অর্ডার থেকে তিন নম্বরে চলে আসা সাকিবেই সবথেকে বেশি মুগ্ধ রমিজ রাজা। ম্যাচ শেষে ইউটিউবে বিশ্লেষণে পাক ধারাভাষ্যকার বলেন, ‘মিডলঅর্ডারে ব্যাট করা একজন ক্রিকেটার, যে কিনা এই বিশ্বকাপে তিনে খেলছে। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক সে। এটা অবশ্যই বিশেষ কিছু। কোহলি বা রুট নিজ নিজ দলে যে ভূমিকা পালন করে থাকে, সাকিবও ঠিক সেইভাবে তার দলে একই ভূমিকা পালন করছে।’

২০১৮ ত্রিদেশীয় সিরিজ থেকে নিয়মিত তিনে নামছেন সাকিব। এ ডাউনে শুরু থেকেই সফলতার চিহ্ন রেখে চলেছেন তিনি। তার চিন্তাধারা, শট নির্বাচন ও ধৈর্যশীল মেজাজ বিশেষভাবে মুগ্ধ করেছে রমিজকে।

তিনি বলেন, ‘সাকিবের তিনে খেলা দারুণ ব্যাপার। এখানে ব্যাট করতে ভালো রকমের মেজাজ লাগে। মিডলঅর্ডার থেকে উঠে এ জায়গায় অনেকে ব্যাট করতে চায়। কিন্তু পারে না। কারণ, ইনিংসের মাঝপথে খেলা ব্যাটসম্যান এক ওভারে চার বল দেখে খেলে, বাকি দুই বলে ছক্কা হাঁকাতে যায় বা অমন ইচ্ছা করে। ম্যাচের অবস্থাটাই এমন থাকে। সেখান থেকে উঠে গিয়ে তিন নম্বরে খেলা, সেই ঘরানার ব্যাটসম্যানের মতো চিন্তা করা, শর্ট নির্বাচনে সতর্ক হওয়া- তার এগুলো ছিল দেখার মতো। এটাই প্রমাণ করে ক্রিকেট নিয়ে চিন্তা করলে উন্নতি হবেই।’

বাংলা ইনসাইডার/এসএম

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭