ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের সেরা দশে বাংলাদেশি দুইজন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

রানের তালিকার শীর্ষস্থানে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদের উল্লেখযোগ্য সেরকম কোন পারফরমেন্স না থাকলেও বোলার তালিকাতে জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি।

গতকাল তিন উইকেট নিয়ে সেরা দশ বোলারের তালিকায় পাঁচ নম্বরে সাইফুদ্দিন। চার ম্যাচে মোট উইকেট সংখ্যা ৯ টি। আর তালিকার নয় নম্বরে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। তার উইকেট সংখ্যা ৭ টি।

বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। সেরা দশে ভারতের কেউ নেই। সবার শেষে বিশ্বকাপ শুরু করায় ভারত এমনিতেই ম্যাচ কম খেলেছে। তার ওপর তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসেও গেছে। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে ১২ নম্বরে আছেন যুজবেন্দ্র চাহাল। অবশ্য সেরা দশে থাকা নিউজিল্যান্ডের দুই বোলারও ৩ ম্যাচ করে খেলেছেন। আবার এঁদের চেয়ে মাত্র এক ম্যাচ বেশি খেললেও ১৩ উইকেট মোহাম্মদ আমিরের।

ইংল্যান্ড বিশ্বকাপে সেরা ১০ বোলার (প্রথম ২৪ ম্যাচ শেষে)

বোলার

ম্যাচ

উইকেট

সেরা

গড়

ইকো.

মোহাম্মদ আমির

১৩

৫/৩০

১৩.০৭

৪.৭২

মিচেল স্টার্ক

১৩

৫/৪৬

১৯.১৫

৫.৪১

প্যাট কামিন্স

১১

৩/৩৩

১৮.৮১

৪.৪৮

জফরা আর্চার

৩/২৭

১৮.৩৩

৪.৭৩

সাইফউদ্দিন

৩/৭২

২৭.৫৫

৭.২৯

লকি ফার্গুসন

৪/৩৭

১২.৩৭

৩.৮৮

ইমরান তাহির

৪/২৯

২৫.৬২

৫.৫৪

ম্যাট হেনরি

৪/৪৭

১৮.০০

৫.১৭

মোস্তাফিজুর রহমান

৩/৫৯

৩৫.৫৭

৭.০৮

ওশান টমাস

৪/২৭

২৬.৫৭

৬.৬০

 

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭