ইনসাইড বাংলাদেশ

সুন্দরবন-১০ লঞ্চে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2019


Thumbnail

বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টা নাগাদ লঞ্চের তিনতলায় পেছনের দিকে আগুন ধরে যায়। সেসময় লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি ছিল। যাত্রীদের মধ্যে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে সবাই ছোটাছুটি করতে শুরু করে। এরমধ্যে অনেকে নদীতে ঝাঁপ দেয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় লঞ্চের কর্মীরা।

সুন্দরবন-১০ লঞ্চের কয়েকজন স্টাফ জানিয়েছেন, ধোঁয়া নির্গমনকারী পাইপ গরম হয়ে আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, সুন্দরবন-১০ লঞ্চটি বরিশাল থেকে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সারা রাত যাত্রা শেষে ভোরে এটি রাজধানীর সদরঘাটে পৌঁছায়। বাংলার টাইটানিক খ্যাত এই লঞ্চটিতে ২৫০টি কেবিন রয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭