ইনসাইড বাংলাদেশ

উত্তপ্ত কলাপাড়া বিদ্যুৎকেন্দ্র, চীনা নাগরিকসহ ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2019


Thumbnail

দুইপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার জের ধরে উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়ায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে সেখানে কর্মরত চীনা নাগরিকসহ দুইজন কর্মী। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও সাত জন।

নিহত চীনের কর্মীর নাম ঝাং ইয়াং ফাং (২৬) বলে জানা গেছে। আজ বুধবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি শ্রমিক সাবিন্দ্র দাসের মৃত্যু হয়। এ নিয়ে চীনা কর্মী ও বাগালি শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় আহত ছয় চীনা নাগরিক ও দুই বাংলাদেশি নাগরিককে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার লিউ সি নিহত ইলেক্ট্রিশিয়ান ঝাং ইয়াং ফাংয়ের মরদেহের ময়নাতদন্ত ছাড়াই নিতে চেয়ে আবেদন করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭