ইনসাইড গ্রাউন্ড

ত্রিদেশীয় সিরিজ : আইরিশদের সহজেই হারালো টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/05/2017


Thumbnail

 

তামিম-সৌম্য-সাব্বিরের দৃঢ় ব্যাটিংয়ে আইরিশদের হেসেখেলে হারালো বাংলাদেশ। ১৮২ রানের টার্গেটে খেলতে নেমে, ২৭.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় টাইগাররা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। আর দুই ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। আর দুই পয়েন্ট নিয়ে তিনে আছে আইরিশরা।  

এই ম্যাচে আইরিশদের বিপক্ষে হারলে র‍্যাংকিংয়ে সাতে নেমে যাওয়ার আশঙ্কা ছিল বাংলাদেশের। কিন্তু আশঙ্কাকে দূর করে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও সাত নম্বর অবস্থান হারাবে না মাশরাফিরা।

আর তাই আগামী বিশ্বকাপ সরাসরি খেলা মাশরাফিদের জন্য প্রায় নিশ্চিতই বলা যায়। তবে অলৌকিক কিছু ঘটে গেলে, এই সম্ভাবনা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে।

বাংলাদেশ যতই ফেবারিট হোক, নিজেদের মাটিতে আইরিশরা সুবিধাজনক অবস্থানে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু র‌্যাংকিংয়ে আইরিশরা বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। আর সেটা মাঠে আবারো প্রমাণ করলো তামিম-সৌম্যরা।

টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয় ৪৬.৩ ওভারে ১৮১ রান করে। তাদের কোন ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি।

জবাবে বাংলাদেশ তামিমের ৪৭, সৌম্য’র এবং সাব্বিরের ৩৫ রানে খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌছে যায়।

বোলিংয়ে বাংলাদেশের শুরুটাও ছিল দারুণ। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরলেও নিজেকে মেলে ধরতে পারছিলেন না মোস্তাফিজ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘দ্যা ফিজ’কে দেখার অপেক্ষায় ছিল টাইগার সমর্থকরা। সর্বশেষ দুই সিরিজে সবাইকে হতাশ করলেও, অবশেষে ত্রিদেশীয় সিরিজে মোস্তাফিজ দেখাচ্ছেন তার ঝলক। নয় ওভারে  দুইটি মেডেনসহ মাত্র ২৯ রান খরচায় নিলেন চার উইকেট।

নিউজিল্যান্ডের সাথে ম্যাচে ওভার প্রতি ৮.৯২ করে রান দেওয়া মাশরাফি, এবার ভালো বোলিং করেছেন। রান দিয়েছেন ২.৭৬ করে, নিয়েছেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার সানজামুল ২ উইকেট নেন ২২ রানে।

এই ম্যাচে দলে পরিবর্তন আসতে পারে, সেই রকম ঈঙ্গিত পাওয়া যাচ্ছিলো। গুঞ্জন ছিল সাব্বিরকে এই ম্যাচে বাদ দেওয়ার। কিন্তু সাব্বিরকে নয়, মিরাজের বদলে খেলানো হলো সানজামুল ইসলামকে। তবে আগের দুই ম্যাচে যথাক্রমে শূন্য ও এক রান করা সাব্বির তার শেষ সু্যোগটা নষ্ট করেননি।

এখন বাংলাদেশের লক্ষ্য একটাই, শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেওয়া। যা চ্যাম্পিয়নস ট্রফি আগে দলের মনোবল বাড়াবে।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ৪৬.৩ ওভারে ১৮১ (জয়েস ৪৬, স্টার্লিং ০, পোর্টারফিল্ড ২২, বালবার্নি ১২, নায়াল ৩০, কেভিন ১০, উইলসন ৬, ডকরেল ২৫, ম্যাকার্থি ১২, মারটাগ ৫*, চেইস ০; রুবেল ০/৪১, মুস্তাফিজ ৪/২৩, মাশরাফি ২/১৮, মোসাদ্দেক ১/২১, সাকিব ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৩, সানজামুল ২/২২)
বাংলাদেশ: ২৭.১ ওভারে ১৮২/২ (তামিম ৪৭, সৌম্য ৮৭*, সাব্বির ৩৫, মুশফিক ৩*; চেইস ০/৫৫, মারটাগ ০/২৬, ম্যাকার্থি ১/৪২, স্টার্লিং ০/১৪, কেভিন ১/২২, ডকরেল ০/২০।


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭