ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা : ২০.০৫.১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/05/2017


Thumbnail

শুক্রবারের খেলার টুকরো খবর

ক্রিকেট
ত্রিদেশীয় সিরিজ
বাংলাদেশ-আয়ারল্যান্ড
বাংলাদেশ ১৩৭ বল হাতে রেখে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড:
 ৪৬.৩ ওভারে ১৮১ (জয়েস ৪৬, স্টার্লিং ০, পোর্টারফিল্ড ২২, বালবার্নি ১২, নায়াল ৩০, কেভিন ১০, উইলসন ৬, ডকরেল ২৫, ম্যাকার্থি ১২, মারটাগ ৫*, চেইস ০; রুবেল ০/৪১, মুস্তাফিজ ৪/২৩, মাশরাফি ২/১৮, মোসাদ্দেক ১/২১, সাকিব ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৩, সানজামুল ২/২২)
বাংলাদেশ: ২৭.১ ওভারে ১৮২/২ (তামিম ৪৭, সৌম্য ৮৭*, সাব্বির ৩৫, মুশফিক ৩*; চেইস ০/৫৫, মারটাগ ০/২৬, ম্যাকার্থি ১/৪২, স্টার্লিং ০/১৪, কেভিন ১/২২, ডকরেল ০/২০। 

ম্যান অব দ্যা ম্যাচঃ মোস্তাফিজুর রহমান।


আইপিএল
দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে। এই জয়ে ফাইনালে আবারও মুখোমুখি  
সংক্ষিপ্ত স্কোরঃ কলকাতা নাইট রাইডার্স১০৭/১০, ১৮.৫ ওভার; মুম্বাই ইন্ডিয়ান্স ১১১/৪, ১৪.৩ ওভার ।

ফুটবল
স্প্যানিশ লা লিগা
এ্যাস্পানিওল ২-১ গোলের ব্যবধানে গ্রানাডাকে পরাজিত করে।

শনিবারের খেলা
ফুটবল
বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ খেলবে ফ্রেইবুর্গের বিপক্ষে। খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সরাসরি সম্প্রচার করবে ষ্টার স্পোর্টস সিলেক্ট এইচডি২। 

টেনিস : রোম মাস্টার্স
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সরাসরি সম্প্রচার করবে টেন৩। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭