ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে : ২০.০৫.২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/05/2017


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন।

জেমস কোমিকে `সত্যিকারের পাগল` বলেছেন মার্কিন প্রেসিডেন্ট
এফবিআই ডিরেক্টর জেমস কোমিকে `সত্যিকারের পাগল` বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। কোমিকে চাকুরিচ্যুত করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি কতটা চাপমুক্ত হয়েছেন, সেই বর্ণনাও দিয়েছেন রুশ কর্মকরতাদের। হোয়াইট হাউজে সিনিয়র রুশ কর্মকর্তাদের সাথে এক আনুষ্ঠানিক বৈঠকে এই কথা বলেছেন বলে মার্কিন গণমাধ্যমে বলা হয়।

যুক্তরাজ্যের নির্বাচনে আবার অভিবাসন বিতর্ক
নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের ডানপন্থী কনজারভেটিভ পার্টি আবারও অভিবাসন বিতর্ক তাতিয়ে দিল। গত সাত বছর ক্ষমতায় থেকে অভিবাসী কমিয়ে আনার লক্ষ্য পূরণে চরমভাবে ব্যর্থ হয় দলটি। অথচ আগামী ৮ জুনের নির্বাচন সামনে রেখে তারা আবারও প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় ফিরলে যুক্তরাজ্যের মোট অভিবাসন বছরে এক লাখের নিচে নামিয়ে আনবে।

ইরানের ভোট গ্রহণ শেষে চলছে গণনা
মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীনভাবে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতির কারণে ভোটগ্রহণ অন্তত ৫ ঘণ্টারও বেশি সময় বাড়ানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও তিন দফায় তা বাড়িয়ে রাত ১২টার দিকে শেষ হয় ভোটগ্রহণ। এরআগে সকাল ৮টা থেকে শুরু হয় ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বানের ভোটগ্রহণ।

জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত বন্ধের সিদ্ধান্ত সুইডেনের
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা ধর্ষণ মামলার তদন্ত কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। দেশটির প্রধান সরকারি কৌঁসুলি মারিয়ান নাই এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।


বাংলা ইনসাইডার/এসএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭