কালার ইনসাইড

অনিশ্চয়তায় ঈদের ছবি ‘রংবাজ’!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/05/2017


Thumbnail

শুটিং শুরুর আগেই ঢালিউডে বেশ আলোচনা তৈরি করেছিল শাকিব খানের ছবি ‘রংবাজ’। এমনকি অপু বিশ্বাস-বুবলি দ্বন্দ্ব মাত্রা পেয়েছিল এই চলচ্চিত্র ঘিরে। ছবিটি পরিচালনায় আছেন শামিম আহমেদ রনী।  প্রথমে শাকিবের বিরুপ মন্তব্যের জেরে বিতর্ক। পরে পরিচালক শামীম আহমেদের মন্তব্য নিয়ে বিতর্ক। এই দুই বিতর্ক কাটিয়ে এখনো অনিশ্চয়তায় ‘রংবাজ’।

প্রথমে চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে শাকিব খানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতিসহ ১৪টি সংগঠন। পরে ক্ষমা চাওয়ার পর শাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেই শাকিবকে নিয়ে শুটিং ও বিরূপ মন্তব্য করায় ‘রংবাজ’ পরিচালক শামীম আহমেদের সদস্যপদ বাতিল করা হয়। যা এখনো আটকে আছে। কয়েকবার চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ ফেরত চেয়ে শামীম আহমেদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

চলচ্চিত্র সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন ,‘সমিতির প্রতি রনির শ্রদ্ধাবোধ না থাকায় সদস্যপদ বাতিল করা হয়েছে, এই নিষেধাজ্ঞা না তোলা হলে সে কোনো ছবির শুটিংয়ে অংশ নিতে পারবে না। এমনকি বাংলাদেশ চলচ্চিত্রের কোনো টেকনিশিয়ান তাঁর সঙ্গে কাজ করবেন না।’

ঈদুল ফিতরে রংবাজ মুক্তি পাওয়ার কথা ছিল। প্রযোজকের বেশ বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে ছবির পিছনে। কিন্তু পরিচালকের ওপর নিষেধাজ্ঞায় ‘রংবাজ’ ছবির ভবিষ্যৎ কি হতে পারে? বদিউল আলম বলেন, ‘আমাদের সিনেমাটা নিয়ে কোনো অভিযোগ নেই। রনী যেহেতু একটা অভিযোগে অভিযুক্ত। বাংলাদেশের যেকোনো চলচ্চিত্র পরিচালক (রনী বাদে) নিয়ে ছবিটি শেষ করতে পারবেন প্রযোজক। এই অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সর্বাত্মক সহযোগিতা করবে।’

তিনি আরো বলেন, প্রতি ছয় মাস পরপর সাধারণ সভা করে চলচ্চিত্র পরিচালক সমিতি। কেউ সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করলে সেটির সুরাহা হয় সাধারণ সভায়। এরই মধ্যে রনি ক্ষমা চেয়ে সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করেছেন। জুনে সাধারণ সভায় তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে ‘রংবাজ’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে রনিকে বাদ দেওয়া হয়েছে। ‘রংবাজ’ এর নতুন পরিচালক পরিচালক ঠিক করা হয়েছে আব্দুল মান্নান গাজীপুরীকে। তাকে দিয়ে ‘রংবাজ’ সিনেমার বাকি কাজ শেষ করার অনুমতি পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছ থেকে।

পরিচালক রনীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,‘ এটা আমার উপর অবিচার। আমি ক্ষমা চেয়েছি আমার ভুলের জন্য। আমি তাঁদেরই মানুষ। আমাকে বসিয়ে রেখে তাঁদের কোন প্রাপ্তি হতে পারে না। আমি আবারও তাদের কাছে আমার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য আবেদন করবো। শাকিব ভাইও আমার ব্যাপারে চেষ্টা করছে। আর ছবিটি নিয়ে বলবো এত টাকার ছবি আটকে রাখা তো সম্ভব নয়। আমার পরিবর্তে একজনের নাম প্রস্তাব করতে বলেছি। সমিতি তার সুরাহা দিয়েছে। আশা করি কাজ শুরু হবে। কিন্তু সেটা ঈদের আগে শেষ সম্ভব কিনা তা নিশ্চিত নয়’

ঈদের আগে বড়জোড় দের মাস সময় বাকি। কিন্তু এতসব ঝক্কি-ঝামেলা মিটিয়ে ঈদে কি মুক্তি পাবে ‘রংবাজ’? সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কেউই। 


বাংলা ইনসাইডার/ এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭