ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে : ২১.০৫.২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2017


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন।

সৌদি আরবের সঙ্গে মোট ৩৫ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর ট্রাম্পের 
সৌদি আরবের সঙ্গে মোট ৩৫ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষরিত সব চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি অস্ত্র চুক্তি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় একক অস্ত্র চুক্তি বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ। সফরের দ্বিতীয় দিনে আজ ৪০টি মুসলিম দেশের নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প।

সিআইএ’র গুপ্তচর হত্যা করেছে চীন
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র তথ্য সংগ্রহকে বাঁধা দিতে তাঁদের ‘সোর্স’ বা গুপ্তচরদের হত্যা করেছে চীনা সরকার। ২০১০ থেকে ২০১২ মধ্যে বিশ জনেরও বেশি গুপ্তচরকে হত্যা ও কারাদণ্ড দিয়েছে চীন। নিউ ইয়র্ক টাইমস এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত এই প্রতিবেদনের ব্যপারে সিআইএ এখনো কোনো মন্তব্য করেনি।

নারীদের মুখ ঢেকে চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় নারীদের মুখ ঢেকে চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করে বিল পাশ করেছে দেশটির আইনসভা। চলতি বছরের অক্টোবর মাস থেকে এই নিয়ম কার্যকর করা হবে। নতুন এই আইন অমান্যকারীদের ১৫০ ইউরো জরিমানা করতে হবে বলে বলা হয়েছে নতুন আইনে। সরাকরি হিসেব অনুযায়ী, অস্ট্রেলিয়াতে ৬০ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

ইরানের আবারো প্রেসিডেন্ট হলেন হাসান রুহানির
ইরানের প্রেসিডেন্ট হিসেবে আবারো জয় নিশ্চিত হয়েছে হাসান রুহানির। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে দেশটির মসনদে বসতে যাচ্ছেন। শুক্রবারের (১৯ মে) নির্বাচনে তিনি ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে পুননির্বাচিত হয়েছেন।


বাংলা ইনসাইডার/এসএফ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭