ওয়ার্ল্ড ইনসাইড

এশিয়ায় সফল তারুণ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2017


Thumbnail

‘এখনকার যুগে ছেলে-মেয়েরা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, কিছুই হবে না এদের দিয়ে, পুরো গাধা একটা জেনারেশন।’

বর্তমান সময়ের তরুণদের নিয়ে এমন অভিযোগ অনেকেরই। কিন্তু আদতে কি সত্যিই পুরো একটা গাধা জেনারেশন তৈরি হচ্ছে? ফোর্বস সাময়িকীর ‘থার্টি আন্ডার থার্টি’র যে তালিকা প্রকাশ হয় তা কিন্তু বলে অন্য কথা।

ফোর্বস এর তালিকায় এশিয়ার তিনশ তরুণের কথা তুলে ধরা হয়। এই তরুণরা কেউ হয়তো ইন্দোনেশিয়ার মাছের খামারের উন্নতি থেকে শুরু করে কাজ করছে কম্বোডিয়ার গ্রামাঞ্চলের সেনিটেশন নিয়ে। ১০টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই তিনশ তরুণ তাঁদের নিজেদের মেধা ও শ্রমের পরিচয় রেখেছেন। বিভাগগুলো হলোঃ বিনোদন ও খেলাধুলা, সামাজিক উদ্যোক্তা, শিল্প, ফিন্যান্স ও ভেঞ্চার ক্যাপিটাল, প্রযুক্তি প্রতিষ্ঠান, মিডিয়া মার্কেটিং ও বিজ্ঞাপন, উৎপাদন ও শক্তি, প্রযুক্তি সেবা, রিটেইল ও ই-কমার্স, এবং স্বাস্থ্য ও বিজ্ঞান।

এই তালিকায় সব বিভাগেই ভারতীয় তরুণরা স্থান করে নিয়েছে। এছাড়া আছে জাপান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, চীন , কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া। এই তালিকায় বাংলাদেশের একজন সামাজিক উদ্যোক্তা ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন। তিনি শওগাত নাজবিন খান।

প্রত্যেকটি ক্যাটাগরিতে বিশেষভাবে একজনকে পুরস্কার দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন, ভিয়েতনামের ২৭ বছর বয়সী ট্রাং আহ্ন হ্যাং লাম। সে ভিয়েতনামের হিপ-হপ কুইন নামে খ্যাত। এসক্সএস ডাব্লিউ মিউজিক ফ্যাস্টিভাল এ প্রথম ভিয়েতনামী গায়ক হিসেবে নিমন্ত্রণ পান। সেই অনুষ্ঠানে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য একটি র‌্যাপ সঙ্গীত পরিবেশন করেন। বিনোদন ও খেলাধুলা বিভাগের তালিকায় শীর্ষে আছেন লাম।

সামাজিক উদ্যোক্তা বিভাগে শীর্ষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন ডারোনাথ পাভ। কম্বোডিয়ার স্যানিটেশন আমূল পরিবর্তন নিয়ে এসেছেন ২৮ বছরের এই তরুণ।

চীনের ২৯ বছর বয়সী লিউ ওয়েন প্রথম চীনা মডেল হিসেবে ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শো তে র‌্যাম্পে হাঁটেন। আন্তর্জাতিক সুপার মডেল এই তরুণী ইতিমধ্যে ৭০ কোটি টাকার মালিক বলে উল্লেখ করা হয় ফোবার্সের এই তালিকায়।

ফিন্যান্স ও ভেঞ্চার ক্যাপিটাল বিভাগেও নজর কেড়েছেন চীনের ২৭ বছর বয়সী জহু চেনইয়াও। ২০১৬ সালে সে লঙ্গিং ক্যাপিটেলের হয়ে একশ চল্লিশ কোটি মার্কিন ডলারের ফান্ড তত্ত্বাবধান করেন।

অস্ট্রেলিয়ার দুই বন্ধু মার্ক ম্যাগডোনাল ও জইসা হাম্প্রে প্রযুক্তি প্রতিষ্ঠান বিভাগে আছেন শীর্ষে। তাঁদের প্রতিষ্ঠান অ্যাপস্টারের বর্তমান কর্মীসংখ্যা তিনশ ৫০ জন।

দক্ষিণ কোরিয়ার কলেজ ড্রপ আউট কাপল হ্যাগুচেলো লিম ও গিউয়েন চো তাঁদের প্রতিষ্ঠান গেমবেরির মাধ্যমে অ্যাপ মার্কেটারদের জন্য বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। তাঁদের দুইজনের এই অভিনব উদ্যোগ তাদেরকে নিয়ে এসেছে মিডিয়া মার্কেটিং এবং বিজ্ঞাপন বিভাগের শীর্ষে।

ইন্দোনেশিয়ার তরুণ গিব্রান হুযাইফা আমসি এক ফারাজি মাছের খামারের সাথে প্রযুক্তির ব্যবহারে এক্ষেত্রে দিয়েছেন ভিন্ন মাত্রা। বিশ হাজার মাছের খামারকে এক সুতোয় বেধেছেন এই তরুণ উদ্যোক্তা। উৎপাদন ও শক্তি বিভাগে এই তরুণ আছেন শীর্ষে।

ভারতীয় তরুণরা দিন দিন প্রযুক্তি ক্ষেত্রে অনেক উন্নতি করছে। তারই প্রমাণ কাভিন ভারাতি মিত্তাল। প্রযুক্তি সেবা বিভাগে শীর্ষ এই তরুণ ভারতের ইনেস্ট্যান্ট ম্যাসিজিং সার্ভিস ‘হাইক ম্যাসেঞ্জার’ এর প্রতিষ্ঠাতা।

মালশিয়ান তরুণী নূর নেলফা মোহদ নুর মুসলিম নারীদের জন্য ফ্যাশনের এক নতুন ধারণার জন্ম দিয়েছেন। তার প্রতিষ্ঠিত এনএইচ প্রিমা ইন্টারন্যশনালের হিজাব এখন বিশ্বের ৩৮ টি দেশে বিক্রি হয়। রিটেইল ও ই-কমার্স বিভাগে শীর্ষে আছেন এই মালয়শিয়ান তরুণী।

জাপানের ২৯ বছর বয়সী তরুণ ইউকি শিমাহারার মেডিকেল পরীক্ষার ছবি সংরক্ষণের প্রতিষ্ঠান এলপিক্সেল অভাবনীয় সাফল্য পেয়েছে। জাপানের ’নেক্টট ইনোভেটর’ বলা এই তরুণ রয়েছে ফোর্বসের তালিকার স্বাস্থ্য সেবা ও বিজ্ঞান বিভাগের শীর্ষে।

 

বাংলা ইনসাইডার/এসএফ/জেডএ 



 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭