ইনসাইড গ্রাউন্ড

শিরোপা জয়ের শেষ লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2017


Thumbnail


১৯৯২-৯৩ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়নের নাম জানার জন্য লিগের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেবার পুরো মৌসুমে শীর্ষে থেকেও শেষ ম্যাচে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি রিয়াল।

২৫ বছর পর আবারো সেই ক্ষণে লা লিগা। রোববার রিয়াল মাঠে নামছে মালাগার বিপক্ষে আর বার্সেলোনা নামবে এইবারের বিপক্ষে। ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, আর বার্সা সমান ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে।

মালাগার বিপক্ষে জিতে গেলে বা ড্র করলে ২০১১-১২ মৌসুমের পর আবারো শিরোপা যাবে রিয়ালের ঘরে। কিন্তু মালাগার সঙ্গে রিয়াল হেরে গেলে এবং এইবারের সঙ্গে বার্সা জিতে গেলে লিগ শিরোপা পাবে বার্সেলোনা।

আর তাই এই শেষ সময়ে এসে জমে উঠেছে লা লিগা।

রিয়াল মাদ্রিদ -মালাগা
পয়েন্ট টেবিলে মালাগার অবস্থান ১১তম। আর রিয়াল আছে শীর্ষে। তাই এই দুদলের মধ্যে ফারাকটা অনেক। চলতি মৌসুমেও লিগের প্রথম ম্যাচে মালাগাকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল। কিন্তু সব পরিসংখ্যান চাপা পড়ে গেছে অন্য এক ঘটনার কারণে।

আজকের রিয়ালের ইস্কো একসময় ছিলেন মালাগার যোদ্ধা। ২০১৩ সালে ২৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে মালাগার কাছ থেকে তাঁকে কিনে নেয় রিয়াল। তখন সেই চুক্তির বাইরেও আরেকটি চুক্তি হয়েছিল রিয়াল এবং মালাগার মধ্যে। আর তা হলো রিয়াল যদি আগামী পাঁচ বছরের মধ্যে লিগ শিরোপা জেতে রিয়াল মালাগাকে আরো এক মিলিয়ন ইউরো দেবে। ইস্কোকে কেনার পর দুইটি চ্যাম্পিয়নস লিগ জিতলেও লা লিগার শিরোপা রিয়ালের কাছে অধরাই ছিল।

আর তাই রিয়াল আজ জিতলে লাভটা মালাগারও হবে। তবে মালাগাও চাইবে না হেরে নিজেদের ১১ নম্বর অবস্থানটা ধরে রাখতে। কারণ এ ক্ষেত্রে আর্থিক ব্যাপারটাও আছে। মালাগা যদি ১১ নম্বরে থেকে লিগ শেষ করে তবে তারা প্রাইজমানি হিসেবে পাবে ৮৫ মিলিয়ন ইউরো। কিন্তু ১২ নম্বর অবস্থানে থেকে লিগ শেষ করলে পাবে ৮৩ মিলিওন ইউরো। তাই মালাগাও চাইবে রিয়ালের বিপক্ষে জিতে তাদের অবস্থানটা আরো শক্ত করতে।

বার্সেলোনা-এইবার
লিগ টেবিলে বার্সেলোনা আছে দুই নম্বর অবস্থানে। আর এইবার আছে ১০ নম্বর অবস্থানে। লিগে দুই দলের অবস্থানই বলে দেয় তাদের মধ্যেকার পার্থক্যের কথা। চলমান লা লিগায় প্রথম ম্যাচে এইবারকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সা। তাই এবারও অলৌকিক কিছু না হলে হেসেখেলেই এইবারকে হারানোর কথা বার্সার। অবশ্য এইবারের অনুপ্ররেণা হতে পারে চলমান মৌসুমে রিয়ালে সঙ্গে মুখোমুখি প্রথম ম্যাচে করা ড্র।


বাংলা ইনসাইডার/ ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭