কালার ইনসাইড

নতুন যে ৪টি ছবি করছেন শাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2019


Thumbnail

শাকিব খান কথা রাখলেন। তিনি এখন থেকে নিয়মিত ছবি প্রযোজনা করবেন। আজ একসঙ্গে ৪ সিনেমা প্রযোজনার ঘোষণা দিলেন। যদিও এসব সিনেমার ঘোষণা আগেই দেওয়া ছিল। আজ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডেকে ছবিগুলোর নাম ঘোষণা করলেন। ছবিগুলো নির্মিত হবে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানার থেকে।

সিনেমা চারটি হলো বীর, ফাইটার, পাসওয়ার্ড টু ও প্রিয়তমা। ছবিগুলো পরিচালনা করবেন যথাক্রমে কাজী হায়াৎ, বদিউল আলম খোকন, মালেক আফসারি ও হিমেল আশরাফ।

রোববার (২৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)- এর জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এতে হিমেল আশরাফ ছাড়া বাকি তিন পরিচালক উপস্থিত ছিলেন।

এ সময় শাকিব খান বলেন, ‘সিনেমার সুসময়ে এসেছিলাম। কিন্তু দু:সময়ে চলে যাবো। কিছুই করতে পারবো না তা তো হয় না। আমি সিনেমার এই খারাপ সময়ে পাশে থাকতে চাই। আমি দেশের সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দিতে চাই। যেনো বিদেশে গিয়েও আমরা আমাদের সিনেমা নিয়ে গর্ব করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি পারতাম, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঘরোয়াভাবে করতে। কিন্তু করিনি। কারণ আমি চাই, আমার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখে আরও অনেকে অনুপ্রাণিত হোক। সিনেমা নির্মাণে আসুক।

শাকিব খান জানান, বর্তমানে তিনি ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবির শুটিংয়ে ব্যস্ত।   তিনি এখন মনের মতো মানুষ পাইলাম না ছবির কাজে ব্যস্ত। এরপর তিনি শুরু করবেন ‘বীর’ ছবির কাজ। তারপর পর্যাক্রমে অন্য ছবির কাজ শুরু হবে। প্রতিটি ছবি অত্যন্ত যত্ন নিয়ে এবং আন্তর্জাতিক মানের ছবি হবে বলে মন্তব্য করেন শাকিব খান।

এর আগে শাকিব খান হিরো দ্য সুপারস্টার ও পাসওয়ার্ড ছবি প্রযোজনা করেছেন। প্রথম ছবির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন আর দ্বিতীয় ছবির পরিচালক ছিলেন মালেক আফসারী। ছবি দুটি ব্যবসা সফল হয়।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭