ওয়ার্ল্ড ইনসাইড

দিলীপ সাংভি: ফার্মা টাইকুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2017


Thumbnail

আমাদের প্রতিদিনের জীবন যাত্রাতে কিছু মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব থাকে। যোগাযোগ থেকে শুরু করে আমাদের খাবারের মেনু সব কিছুতেই থাকে তাঁদের প্রভাব। ভারতের এমনই প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ২০০৩ থেকে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে ইন্ডিয়া টুডে। এবার ২০১৭ সালের তালিকায় ভারতের ৫০ জন ক্ষমতাশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে তারা। ইন্ডিয়া টুডে’র প্রকাশিত সেই তালিকায় থাকা ব্যক্তিদের নিয়ে বাংলা ইনসাইডারের এই বিশেষ ধারাবাহিক আয়োজন। 

দিলীপ সাংভি, মুকেশ আম্বানির পর তিনিই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিত্ব। তাঁর অর্জন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও পরিচয় করে দিয়েছে। তাঁর প্রতিষ্ঠান স্কিন ক্যান্সার নিরাময়ের ওষুধ ‘অডোমজো’ তৈরি করেছে। ওই ওষুধের কারণে ডিসেম্বর ২০১৬ সালে তিনি সুইস ফার্মাসিউটিক্যাল জায়ান্ট নোভারটিস থেকে প্রায় ১২০০ কোটি রুপি অর্জন করেন।

পার্টনার প্রদীপ ঘোষকে সঙ্গে নিয়ে সান ফার্মাসিউটিক্যালস কোম্পানি খোলেন দিলীপ সাংভি। মার্চ ২০১৭ তে ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের মতে পৃথিবীর পঞ্চম বৃহত্তম জাতিগত কোম্পানি হলো সানফারমা। দিলীপ সাংভির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৯৫ হাজার ৫৯০ কোটি রুপি।

দিলীপ সাংভি তাঁর ক্যারিয়ারের শুরুতে বাবার ওষুধের ব্যবসাতে সহযোগিতা করতেন। তিনি ওষুধ বিতরণের কাজ করতেন কলকাতায়। একসময় তিনি অন্যের ওষুধ বিক্রির কাজ বাদ দিয়ে নিজেই ওষুধ উৎপাদন করার কথা চিন্তা করলেন। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

দিলীপ সাংভির সান অয়েল এবং ন্যাচারাল গ্যাস কানাডার হাজিরা অয়েল এবং গ্যাস ফিল্ড থেকে ৩৩ দশমিক ৩ শতাংশ কিনে নিয়েছে। মে ২০১৬ সালে তিনি একটা ব্যাংক খোলার পরিকল্পনা করেও পরে তা প্রত্যাহার করেন। ব্যাংকটি নীতিগতভাবেও অনুমোদন পেয়েছিল।

ভারতের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির মালিক দিলীপ সাংভি দুই সন্তানের জনক। তাঁর বড় ছেলে অলক মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে সান র‍্যানবাক্সি কম্বাইনের ইমার্জিং মার্কেট ডিভিশনের হেড হিসেবে কাজ করছেন। মেয়ে ভিধহিও স্নাতক সম্পন্ন করে সানফার্মাতে মার্কেটিং ডিভিশন এ কাজ করছেন। দিলীপ সাংভি ইন্ডিয়া টুডে এর জরিপ মতে প্রভাবশালী তারকাদের মধ্যে ৮ম স্থান দখল করেছেন।


বাংলা ইনসাইডার/এসএম/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭