ইনসাইড গ্রাউন্ড

ত্রিদেশীয় সিরিজঃ মুখোমুখি আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2017


Thumbnail

 

রোববার ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড আর ২ পয়েন্ট নিয়ে তিনে আছে আয়ারল্যান্ড। বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। চ্যাম্পিয়ন নির্ধারণে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে ১৮ মে সর্বশেষ প্রকাশিত আইসিসি ওডিআই র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১ কমেছে। এখনো ৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বর অবস্থানেই আছে টাইগাররা। তবে আটে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান কমে তিন থেকে হয়েছে দুই। তাই ২৪ মে টাইগারদের লক্ষ্য হবে নিউজিল্যান্ডের সঙ্গে জয়। সেটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, র‍্যাংকিংয়ে পয়েন্ট যোগ করে ব্যবধান বাড়াতে। একই সঙ্গে মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে।

আয়ারল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরে গেলে, ২৪ মে শুধু নিউজিল্যান্ডকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে র‍্যাংকিংয়েও বাড়বে পয়েন্ট। কিন্তু নিউজিল্যান্ড আয়ারল্যান্ডের সঙ্গে জিতে গেলে চ্যাম্পিয়ন হবে কিউইরাই। আবার বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে সমীকরণটা বদলে যাবে। তখন নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ জিতে গেলে রান রেটের হিসাবে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন।।

এ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র দুটি ওয়ানডে খেলেছে আয়ারল্যান্ড। দুটিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তাই এই ম্যাচে নিউজিল্যান্ড ফেবারিট। তবে কিউইদের এই দলে মূল দলের প্রায় ১০ ক্রিকেটারই নেই। তাছাড়া ত্রিদেশীয় সিরিজে কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে ভালোই লড়াই করেছিল আইরিশরা। তাই নিউজিল্যান্ডকে ছেড়েও কথা বলবে না তাঁরা। আবার আইরিশদের সঙ্গে হেরে গেলে র‍্যাংকিংয়ে পয়েন্টও কমে যাবে কিউইদের।

সুতরাং, সব কিছু মিলিয়ে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে লড়াইটা ভালোই জমবে বলে আশা করা যায়। সেই সঙ্গে বাংলাদেশেরও চোখ থাকবে এই লড়াইয়ে।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭