ইনসাইড এডুকেশন

যে তিন কারণে ঢাবি ভিসি হননি ড. সিরাজুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2019


Thumbnail

তিন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সে তিনটি কারণ তিনি নিজেই জানান।

রোববার (২৩ জুন) বিকেলে ঢাবির উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মিলনায়তনে নিজের জন্মদিন উপলক্ষে আত্মজীবনীমূলক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাকে যখন ভাইস চ্যান্সেলর হওয়ার প্রস্তাব করা হয় তখন তা আমি তিন কারণে ফিরিয়ে দিয়েছি।’

তিনি বলেন,‘ প্রথমত, কারণ আমি এরশাদের আমলে ভিসি হতে পারি না। আমরা ছাত্র জিয়াউদ্দীন বাবুল তখন ডাকসুর সেক্রেটারি ছিলো, সে আমার জন্য সুপারিশ করার কথা বলে। ও আমাকে খুব শ্রদ্ধা করে। তখন আমি তাকে বলি তুমি যদি আমার ছাত্র হয়ে থাকো তাহলে এ কাজ করো না। কিন্তু ডিজিএফআই ও স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা বলে আমার নাম সবার উপরে দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত আমি যখন ডিন ছিলাম তখন উপলব্ধি হয়েছে প্রশাসন আমার কাজ নয়। কারণ নানা ধরনের প্রমোশন, নিয়োগের সুপারিশ নিয়ে সবাই আসত। যার কারণে আমি বাসায় থাকতাম। কিন্তু তখন বিচ্ছিন্ন মনে হতো। ভিসি হলে আমি এই বিচ্ছিন্নতা মেনে নিতে পারবো না।

তৃতীয়ত আমার ছাত্রীরা হলে গাদাগাদি করে থাকবে, ছাত্ররা গেস্টরুমে নির্যাতনের শিকার হবে আর আমি ভিসির বড় থাকবো সেটা মেনে নিতে পারবো না। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে সে বলে আমি লেকচারার সিরাজুল ইসলাম চৌধুরীকে বিয়ে করেছি। পরে আমার বন্ধু ছিলো সামরিক বাহিনীতে তাদের দিয়ে দায়িত্ব না নেওয়ার প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি।

বুদ্ধিজীবী হত্যার সময় বেঁচে যাওয়ার কথা উল্লেখ করে ঢাবির ইমেরিটাস অধ্যাপক বলেন, বুদ্ধিজীবীদের তালিকায় আমারও নাম ছিলো। কিন্তু ঠিকানা ছিলো না। ১৪ ডিসেম্বর আমিও মারা যেতে পারতাম।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭