ওয়ার্ল্ড ইনসাইড

যে বিয়েতে খরচ হয়েছে ২০০ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2019


Thumbnail

এবার হাই প্রোফাইল জোড়া বিয়ের রেকর্ড গড়ল ভারতে। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিতর্কিত ব্যবসায়ী পরিবার গুপ্ত ব্রাদার্স-এর দুই উত্তরাধিকারী বিয়ে করেছে। এই বিয়ের অনুষ্ঠান করা হয় উত্তরাখণ্ডের আউলিতে। বিয়ের খরচ হয়েছে ২০০ কোটি টাকা। তিন ভাই অজয় গুপ্ত, অতুল গুপ্ত এবং রাজেশ গুপ্ত ব্যবসায়ী। অজয় গুপ্তর ছেলে সূর্যকান্ত গুপ্তর বিয়ে ছিল গত বৃহস্পতিবার। আর এক ভাই অতুল গুপ্তর ছেলে শশাঙ্কের বিয়ে ছিল  তার দুদিন পরে গত শনিবার।

দিল্লির বাসিন্দা হীরা ব্যবসায়ী সুরেশ সিঙ্ঘলের মেয়ে কৃতিকারকে বিয়ে করেছে সূর্যকান্ত। শশাঙ্কর বিয়ে করেছে দুবাইয়ের ব্যবসায়ী বিশাল জালানের মেয়ে শিবাঙ্গিকে। বিয়ের অনুষ্ঠানে এমন কিছু যেন না করা হয় যা পরিবেশের ক্ষতি করবে এমন প্রতিশ্রুতি রক্ষার্থে আদালতে ৩ কোটি টাকা আগাম জমা দিয়েছে এই পরিবার।

বিয়েতে বড় অংকের টাকার বিনিময়ে পারফর্ম করেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, র‌্যাপার বাদশা, যোগগুরু বাবা রামদেব আরও অনেকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ অতিথি বিয়েতে যোগ দেন। বিয়েতে হাজির হন বাঘা বাঘা রাজনীতিবিদরাও।

আউলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট এই বিয়ের অনুষ্ঠান বসে। এর কয়েক দিন আগে থেকেই ওই এলাকার সমস্ত হোমস্টেট এবং হোটেল বুক করে। বিমানে করে উড়ে আসেন অতিথিরা। তাদের দামি উপহারও দেয়া হয়।

উত্তর প্রদেশের সাহরানপুরের বাসিন্দা গুপ্ত পরিবার। ১৯৯৩ সালে এই পরিবারটি দক্ষিণ আফ্রিকা চলে যায়। সেখানে সাহারা কম্পিউটার্সের প্রতিষ্ঠা করেন। ‘দ্য নিউ এজ’ নামে একটি সংবাদপত্রও তারা পরিচালনা করে।

ভারতের এই গুপ্ত পরিবারের উত্থান নিয়ে বিতর্ক রয়েছে। জানা যায়, দুর্নীতিতে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের। এমনকি গুপ্ত পরিবারই আড়াল থেকে জুমা সরকারকে পরিচালনা করত বলেও অভিযোগ রয়েছে।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭