কালার ইনসাইড

বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু চরিত্রে আহমেদ রুবেল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2019


Thumbnail

ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর যে বায়োপিকটি নির্মাণ করতে যাচ্ছেন তাতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন খ্যাতিমান অভিনেতা আহমেদ রুবেল। মূল চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। অবশেষে কয়েকটি সূত্রে জানা যায়, আহমেদ রুবেলই অভিনয় করতে যাচ্ছেন হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালির চরিত্রে।

তথ্য মন্ত্রণালয়ের একজন সচিবও জানিয়েছেন,‘অভিনেতা আহমেদ রুবেলের নাম আমিও শুনেছি। নামটি আলোচনায় এসেছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। বাংলাদেশের অনেকে তার নাম সাজেস্ট করেছে। সিনেমার পরিচালক বিষয়টি চূড়ান্ত করবেন।’

বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিকের চিত্রনাট্যকার অতুল তিউয়ারি গত মে মাসে ঢাকায় এসেছিলেন বলে জানান এই অতিরিক্ত সচিব।

আহমেদ রুবেল অবশ্য গণমাধ্যমে স্বীকার পেয়েছেন, তার সঙ্গে কয়েকদফা কথা হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।

২০২০ সালে জাতির জনক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই বায়োপিক। ছবিটি নির্মাণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

সিনেমাটি সম্পর্কে পরিচালক আগেই জানিয়েছেন এর দৈর্ঘ্য হবে ১৮০ মিনিট বা তিন ঘণ্টা। ছবির শুটিং শুরু হয়ে গেলে ৮০ দিনেই দৃশ্যধারণের কাজ শেষ করতে পারবেন বলেও গণমাধ্যমেক জানিয়েছেন শ্যাম বেনেগাল।



বাংলা ইনসাইডার/এমআরএইচ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭