ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের জাতীয় গোঁফ হচ্ছে ‘অভিনন্দন গোঁফ’?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/06/2019


Thumbnail

ভারতের বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের গোঁফকে ‘জাতীয় গোঁফ’ ঘোষণার দাবি উঠেছে। গতকাল সোমবার দেশটির পার্লামেন্টে এই দাবি তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

পার্লামেন্টে অধীর বলেন, অভিনন্দন বর্তমানকে তার সাহসিকতা ও বীরত্বের জন্য যথাযথ সম্মান দেওয়া উচিত। তার ভারতশ্রী সম্মানা প্রাপ্য। দেশের প্রতিটি মানুষ যেন অভিনন্দন বর্তমানকে প্রেরণা হিসেবে নিতে পারে সেজন্য তার গোঁফকে জাতীয় গোঁফ হিসেবে ঘোষণা করা যেতে পারে।

দেশের পার্লামেন্টে জাতীয় গোঁফের দাবি তোলায় বাহবার পাশাপাশি হাসি ঠাট্টারও পাত্র হচ্ছেন অধীর। বিভিন্ন দেশে জাতীয় পোশাক-আষাকসহ নানাকিছু বিশেষ মর্যাদা পেলেও গোঁফকে ‘জাতীয়’ হিসেবে আখ্যা দেওয়ার রীতি কোথাও দেখা যায়নি।   

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ভারতের একটি বিমান ভূপাতিত করে পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান। পরে আবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই অভিনন্দন রাতারাতি ‘জাতীয় নায়ক’ হয়ে ওঠেন। তার মতো করে গোঁফ রাখতে শুরু করে তরুণরা। তার নামে ‘অভিনন্দন শাড়ি’ও বিক্রি হয় দেদারসে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭