ওয়ার্ল্ড ইনসাইড

মসজিদে গাঁজার চাষ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/06/2019


Thumbnail

লেবাননের রাজধানী বৈরুতে রাস আল-নাবা জেলার এক মসজিদের বাগানে গাঁজার চাষ করা হচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও  মসজিদ কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ওই মসজিদের ইমাম বলেছেন, পাখিদের ফেলা দেয়া বীজ থেকে গাঁজার চারা গজিয়েছে। এ সম্পর্কে তিনি কিছু জানান না বলেও উল্লেখ করেছেন তিনি।

লেবাননে অবৈধভাবে গাঁজার চাষ নতুন কিছু নয়। বিশেষ করে দেশটির বেকা উপত্যকায় ব্যাপকভাবে গাঁজার চাষ করা হয়।

জাতিসংঘের ড্রাগস এন্ড ক্রাইম অফিস ২০১৭ সালের এক গবেষণার তথ্যানুযায়ী, লেবানন গাঁজা উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে আছে। গত বছরে দেশটির পার্লামেন্ট স্পিকার বলেছেন, শিগগিরই তার দেশ ওষুধ হিসেবে গাঁজার বৈধতা দিতে পারে।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭