ইনসাইড গ্রাউন্ড

ওয়ানডে র‍্যাংকিংয়ে উন্নতি টাইগারদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/06/2019


Thumbnail

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে এক ধাপ। বিশ্বকাপ শুরু করেছিল তালিকার সপ্তম স্থানে থেকে, মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে নেমে যেতে হয়েছিল আট নাম্বারে। তবে সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ ফিরে এসেছে আগের জায়গায়।

এছাড়াও শীর্ষস্থান হারিয়েছে ইংল্যান্ড। টানা দুই ম্যাচ হেরে তালিকার দুই নাম্বারে নেমেছেন মরগ্যানরা। বর্তমানে শীর্ষস্থানে কোহলির ভারত। ২০১৮ সালের মে মাস থেকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল ইংল্যান্ড। 

তালিকায় অধঃপতন হয়েছে প্রোটিয়া এবং ক্যারিবীয়দের। বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স করতে না পারায় প্রভাব পরেছে আইসিসি র‍্যাংকিংয়ে।

বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৯২। টাইগারদের থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে ছয় নাম্বারে পাকিস্তান। পাঁচে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০২।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭