ইনসাইড বাংলাদেশ

সোনার বাংলায় ‘দারিদ্র্য’ হবে অতীতের ঘটনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/06/2019


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে ১৬ হাজার মার্কিন ডলারের বেশি মাথাপিছু আয় নিয়ে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। সোনার বাংলায় ‘দারিদ্র্য’ হবে সুদূর অতীতের কোনো ঘটনা।

আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি-বিদেশী নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে  দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। অগ্রগতি আর সমৃদ্ধির পথে হাঁটছে আমাদের আজকের বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের জনকল্যাণমূলক অর্থনৈতিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ির অপবাদ কাটিয়েছে। আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। প্রতিনিয়ত উন্মোচিত হচ্ছে নতুন নতুন সম্ভাবনার দ্বার। ২০৪১ সালের মধ্যে শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিনত হবে বাংলাদেশ।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭