ইনসাইড গ্রাউন্ড

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2019


Thumbnail

দ্বাদশ বিশ্বকাপ আসরে ৩৪তম ম্যাচে এমিরেটস ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টারে ভারত বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।  

এইবারে আসরে ঠিক সুবিধা করে উঠতে পারেনি ক্যারিবিয়ানরা। নিজেদের দক্ষাতাকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। নয়ত ভাগ্য তাদের পাশে ছিল না। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ম্যাচের কথা অনেকেরই মনে আছে। কিউদের কাছে ৫ রানের হার যেন উইন্ডিজকে মাটিতে নুইয়ে দিয়েছে। ব্র্যাথওয়েটের প্রবল চেষ্টা সফল হয়নি। তাইতো উইন্ডিজের ক্ষেত্রে ভাগ্যের কথা বলতেই হয়। এখন পর্যন্ত দ্বাদশ আসরে ওয়েস্ট ইন্ডিজ মোট ছয়টি ম্যাচ খেলেছে, তার মধ্যে ১টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছিল উইন্ডিজরা। বাকি চার ম্যাচে হেরেছে, আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। পয়েন্ট টেবিলে নয় নাম্বারে রয়েছে উইন্ডিজ। বিদায়ের ঘন্টা বেজেছে তাদের।   

অন্যদিকে দুরন্ত টিম ভারত। সেন তাদের প্রতিরোধ করা অসম্ভব। তবে সেই অসম্ভবকে কিছুটা হলেও সম্ভব করেছে আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের জালে প্রায় আটকা পড়েছিল অপ্রতিরোধ্য ভারত। রশিদ-নবীদের স্পিন ঘূর্ণিতে শক্তিশালী ভারতের ব্যাটিং লাইনাআপকে আটকে দিয়েছিল আফগানিস্তান। আফগানিস্তানের স্পিন তোপে ২২৪ রানেরি ঘুটিয়ে গিয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত শামি-বুমরাহর বোলিংয়ে কাবু হয়েছে আফগানিস্তান। এখন পর্যন্ত বিশ্বকাপের মোট পাচটি ম্যাচ খেলে চারটিতে জয় তুলে নিয়েছে ভারত। অপর একটি ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নাম্বারে রয়েছে ভারত।  

ম্যাচে প্লেয়ার টু ওয়াচ- ব্যাটসম্যান

ভারত

রোহিত শর্মা চার ইনিংস খেলে ১৪০ রান সর্বোচ্চে ৩২০ রান করে সেরা ব্যাটসম্যানদের তালিকায় সাত নাম্বারে রয়েছে।

ম্যাচে প্লেয়ার টু ওয়াচ- বোলার

বুমরাহ (ভারত) কটরেল (উইন্ডিজ)

বিশ্বকাপ হেড টু হেড:

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ    

মোট ম্যাচ- ৮       

ভারতের জয়- ৫                    

ওয়েস্ট ইন্ডিজের জয়- ৩            

টাই- ০            

নো রেজাল্ট- ০          

ওয়ানডে হেড টু হেড:

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ    

মোট ম্যাচ- ১২৬      

ভারতের জয়- ৫৯                   

ওয়েস্ট ইন্ডিজের জয়- ৬২             

টাই- ২           

নো রেজাল্ট- ৩  

ম্যাচের সময়

দুপুর সাড়ে তিনটায়     

ম্যাচের ভেন্যু

এমিরেটস ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টারে

সরাসরি খেলা সম্প্রচার

গাজী টিভি, মাছরাঙ্গা এবং বিটিভি

বাংলা ইনসাইডার/এসআরএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭