ইনসাইড গ্রাউন্ড

বাবর আজমে ৩২ বছরের অপেক্ষা ঘুচলো পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2019


Thumbnail

’৯২ এর বিশ্বকাপের সাথে এই বিশ্বকাপে পাকিস্তানের সবকিছু হুবুহু মিলে যাওয়াতে আশায় বুক বাঁধছে অনেকে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আরো একধাপ সামনে নিয়ে গেল পাকিস্তানিদের। তবে গতকালকে পাকিস্তানের কোহলি ক্যাত বাবর আজম পাকিস্তানের ৩২ বছরের আক্ষেপ দূর করেছেন এক শতকের মাধ্যমে।

১২৭ বলে ১০১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বাবর। তাঁর সেঞ্চুরি একটি দিক বিচারে ঐতিহাসিক। একবার মনে করে দেখুন তো, বিশ্বকাপে পাকিস্তানের ওপেনার বাদে কোনো ব্যাটসম্যান সবশেষ সেঞ্চুরি করেছিলেন? আসলে পরিসংখ্যান না দেখে তা মনে করা চাট্টিখানি কথা নয়।

এর আগে বিশ্বকাপে পাকিস্তানের মিডলঅর্ডারে (ওয়ান ডাউন মানে তিন নম্বর থেকে) সবশেষ সেঞ্চুরি দেখা গেছে সেলিম মালিকের ব্যাট থেকে। ১৯৮৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাবেক এ ব্যাটসম্যান। এরপর গত ৩২ বছরে বিশ্বকাপে ওপেনার বাদে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরির মুখ দেখেননি কাল বাবর আজমের আগ পর্যন্ত।

৩২ বছরের আক্ষেপ দূর করা শতকটাকে নিজের ক্যারিয়ারের সেরা শতক বলে জানিয়েছেন বাবর নিজেই। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে বাবর বলেন, ‘ওয়ানডেতে এটাই আমার সেরা ইনিংস। কারণ এটা খেলেছি জিততেই হবে এমন ম্যাচে।’

বাংলা ইনসাইডার/এসএম

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭