ইনসাইড গ্রাউন্ড

আজই শচীন-লারাকে ছাড়িয়ে যাবেন কোহলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2019


Thumbnail

ভারত অধিনায়ক বিরাট কোহলি মানেই নতুন সব মাইলফলক গড়া। এই ব্যাটসম্যানের সামনে এবার যুযোগ রয়েছে ব্রায়ান লারা এবং শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবার।

আজ ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেই বিরাট কোহলির বিশ্বরেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। মাত্র ৩৭ রান করলেই কোহলি নতুন রেকর্ড গড়বেন।

এই মুহূর্তে ১৯, ৯৬৩ আন্তর্জাতিক রানের মালিক কোহলি। অর্থাৎ আর ৩৭ রান করলেই কোহলি ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হবেন। বিশ্বের ১২তম ও ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ড গড়ার সামনে কোহলি। এর আগে ভারতের হয়ে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ে এই রেকর্ডের মালিক।

এদিকে, কোহলি দ্রুততম হিসাবে ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হওয়ার সামনে। শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হতে সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস। কোহলি সেখানে ৪১৬ ইনিংস খেলেছেন এখনও পর্যন্ত।

ইতিহাসের দ্রুততম মানব হিসেবে আজকেই রেকর্ড গড়বেন কোহলি নাকি সময় নিবেন আরো তা জানা যাবে আজকের ম্যাচের পরে।

বাংলা ইনসাইডার/এসএম 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭