ওয়ার্ল্ড ইনসাইড

‘জয় শ্রীরাম’ না বলা শিক্ষককে ৫০ হাজার টাকা দিলেন মমতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2019


Thumbnail

‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় একটি ট্রেনে মারধর করে ফেলে দেওয়া হয়েছিল এক মদ্রাসা শিক্ষকসহ দুজনকে। নিগৃহীত ওই দুজনের পাশে এসে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার তিনি দুজনকেই ফোন করেন। সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি। তাদের চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা দেওয়ারও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।  

ট্রেনে মারধরের শিকার মদ্রাসা শিক্ষকের নাম মুহাম্মদ শাহরুখ হালদার। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। গত বৃহস্পতিবার তিনি কলকাতা যাওয়ার পথে একদল রামভক্ত তার উপর চড়াও হয়। চলন্ত ট্রেনে তারা শাহরুখকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দিতে শুরু করে। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। শাহরুখের অভিযোগ, ট্রেনে ভর্তি লোকের সামনে মারধর করা হলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত পার্ক সার্কাস স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনা জানাজানি হতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭