ইনসাইড গ্রাউন্ড

আগের ম্যাচে হ্যাটট্রিক, আজ একাদশের বাইরে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2019


Thumbnail

আজ জিতে শেষ চারের পথটা আরও পরিষ্কার করে নিতে পারে টিম ইন্ডিয়া। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটা সুখবর পেয়েছে ভারতীয় ভক্তরা। ভুবনেশ্বর কুমার অনুশীলনে বোলিং করেছেন। ডানহাতি এই পেসারের জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ শামি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাকে রেখে কাকে খেলাবে, এ নিয়ে দোটানায় পড়েছে ভারত। বোলিং কোচ ভারত অরুনের কাছে অবশ্য এটি মধুর সমস্যা।

টুর্নামেন্টের শুরু থেকে ভারতের নতুন বলে জাসপ্রিত বুমরাহর সঙ্গী ছিলেন ভুবনেশ্বর। পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। তার জায়গায় গত শনিবার আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে শেষ ওভারে হ্যাটট্রিক করে দলকে স্বস্তির জয় এনে দেন শামি। আসরে এটাই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক। ওই ম্যাচে ৪০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

এরই মধ্যে চোট কাটিয়ে নেটে অনুশীলন শুরু করেছেন প্রথম তিন ম্যাচে পাঁচ উইকেট পাওয়া ভুবনেশ্বর। ফলে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের জন্য দল নির্বাচনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন ভারতের বোলিং কোচ।

সুযোগ পেয়ে একমাত্র ম্যাচে হ্যাটট্রিক করা শামি এই ম্যাচে হয়তো আবার বসবেন সাইড বেঞ্চে। ইংল্যান্ড বিশ্বকাপের এটিই এখন পর্যন্ত প্রথম এবং শেষ হ্যাটট্রিক।

সম্ভাব্য একাদশ

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭