ইনসাইড বাংলাদেশ

হঠাৎ কেন আইন কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2019


Thumbnail

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদের কয়েকজন আইন কর্মকর্তারা পদত্যাগপত্র জমা দিচ্ছেন।

গতকাল বুধবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দিতে আহ্বান জানিয়েছিলেন। তাঁর এই আহ্বানের এক দিনের মাথায় আইন কর্মকর্তাদের পদত্যাগপত্র জমার হিড়িক পড়ল।

পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগ পর্যন্ত এই আইন কর্মকর্তাদের দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানায়, বর্তমানে ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তাঁদের মধ্যে ৩৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৫৪ জন সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন।


বাংলা ইনসাইডারা/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭