ইনসাইড হেলথ

শিশুর পেট ব্যথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2017


Thumbnail

শিশুর সাধারণ রোগের একটি হলো পেটের ব্যথা। এই ব্যথায় যেন কান্না থামতেই চায় না শিশুর। আর এত উদ্বিগ্ন হয়ে ওঠেন মা-বাবা। শিশুর পেটে ব্যথার আছে নানা ধরণ। সাধারণ সমস্যায় যেমন ব্যথা হতে পারে তেমনি এই ব্যথা হতে পারে কোনো অসুখের লক্ষণও। তাই দেখা দেয় মুশকিল।

‘ঘরোয়া চেম্বার’ এর এই পর্বে শিশুর পেট ব্যথা নিয়ে আলোচনা করা হচ্ছে। পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ ডা. মনজুর হোসেন।

পেট ব্যথার কারণ
একাধিক কারণ হতে পারে শিশুর পেট ব্যথার। বদহজম, কোষ্ঠকাঠিন্য, খাদ্যে বিষক্রিয়া ইত্যাদি। তবে বেশির ভাগ ক্ষেত্রে শিশুর পেটে গ্যাস হওয়াটাই ব্যথার মূল কারণ। এই ধরনের ব্যথা হঠাৎ করেই শুরু হয় এবং শিশু বেশ ছটফট করতে থাকে।

পেটে গ্যাস হওয়ার কারণ
পেটে গ্যাস জমার প্রথম কারণ খাওয়ার ভুল পদ্ধতি। ভুলভাবে খাবার খাওয়ানোর ফলে বদহজম হয়। যার ফলে ব্যথা হতে পারে।

নবজাতক শিশুর ক্ষেত্রে গ্যাস সৃষ্টি হয় বুকের দুধ খাওয়ার সময়। অনেক সময় মায়ের বুকের দুধ বা ফিডারে দুধ খাওয়ার সময় শিশুর পেটে বাতাস ঢুকে যায়।

আবার ছয় মাস থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিলেও গ্যাস হতে পারে। প্রথম দিকে বাড়তি খাবার হজম করতে শিশুর সমস্যা হতে পারে।

পেট ব্যথা প্রতিরোধে কী করণীয়
শিশুর নরম খিচুড়ি বা ভাতে শাক ও ডালের পরিমাণ কম রাখুন। বাড়িয়ে দিন কাঁচা কলা বা পেঁপের পরিমাণ।

শিশুর দুধ খাওয়ার সময় খেয়াল করে হবে যেন বাতাস ঢুকে। দুধ খাওয়ানোর পর ঘাড়ের উপর নিয়ে শিশুর পিঠে হাত বুলিয়ে ঢেঁকুর তুলতে হবে।

পেট ব্যথা অবস্থায় শিশুকে খাওয়ানো যাবে কী?

সাধারণত পেট ব্যথা হলে শিশু খেতে চায় না এবং বিরক্ত করে। তখন তাকে জোর না করাই ভাল। তবে ব্যথা অবস্থায় শিশুর ক্ষুধা পেলে তাকে অল্প পরিমাণে নরম খাবার দিতে হবে। নরম বা সহজে হজমযোগ্য খাবার অনেক সময় পেট ব্যথা কমিয়ে আনতে পারে।

পেট ব্যথায় কী করণীয়
প্রাথমিকভাবে পেট ব্যথার জন্য গরম পানির শেক দিতে পারেন। পানির তাপ রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমাবে। আবার শিশুর বদহজমের সমস্যায় শিশুকে দই খাওয়াতে পারেন। দইয়ে থাকা ভাল ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে। নিয়মিত খেলাধুলা শিশুর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবে। তাই শিশুকে বাইরে গিয়ে খেলাধুলায় উৎসাহিত করতে হবে।

সাবধানতা
পেটে গ্যাস জমলে শিশু যেন ঘন ঘন বমি না করে তা খেয়াল করতে হবে। বমির পরিমাণ বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন।

যেসব খাবার সহজে হজম হয়না তা শিশুকে না দেয়াই ভাল। এক্ষেত্রে নরম খাবার দিতে হবে। ফলমূল নরম টুকরো করে দিন বা জুস করে খাওয়ান, এতে হজমের সুবিধা হবে ও শিশুর পেটে গ্যাস তৈরির প্রবণতা অনেকটাই কমে যাবে।

শিশুর যেকোনো সমস্যায় আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন

বাংলা ইনসাইডার/এমএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭