সোশ্যাল থট

ইয়াবা নিয়ে পুলিশ সুপারের স্ট্যাটাসে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/07/2019


Thumbnail

কক্সবাজারের সীমান্তবর্তী উখিয়া উপজেলায় রাজনীতিক ও জনপ্রতিনিধিরাই ইয়াবা কারবারে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন উখিয়া সার্কেলের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। ইয়াবা কারবারিদের জন্য তদবিরকারি জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের ঙ্কয়েকজন রাজনীতিকের ওপর অতিষ্ঠ হয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসটি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরা হলো-

‘গুটিকয়েক, হাতে গোনা ২/৩ জন জনপ্রতিনিধির কাছে আমার মনে হয় পুরো উখিয়াবাসী জিম্মি! এসব জনপ্রতিনিধি এবং এসব জনপ্রতিনিধির থানার ওপর ব্যাপক প্রভাব খাটাবার প্রেক্ষাপটে উখিয়াতে কখনোই টেকনাফের মতন ইয়াবা উদ্ধার জোরদার করা সম্ভব হচ্ছে না! উখিয়াতে যদি কোন পুলিশ অফিসার নির্বিঘ্নে দিন কাটাতে চায়, তার একমাত্র উপায় হচ্ছে এদের সঙ্গে তাল মিলিয়ে চলা! এখানে ইয়াবা উদ্ধার অভিযান জোরদার করতে গেলেই হয় আপনাকে অপবাদের গ্লানি নিতে হবে কিংবা সবসময় একটা দুঃশ্চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাতে হবে, না হয় একটা চাপা ক্ষোভ নিয়ে!

এমন অবস্থানে যতই কেউ শ্রেষ্ঠ অফিসারের তকমা পাক কিংবা সিনিয়র লেভেলের ভরসা বা বাহবা পাক না কেন, এক ধরনের অসহায়ত্ব আর মানসিক অশান্তি নিয়েই দিন কাটাতে হয়!! আফটার অল, অপবাদের চিন্তায় বা উটকো ঝামেলায় পড়ার চিন্তায় যদি নিজের ভেতর কাজ করার উৎসাহে ভাটা পড়তে থাকে, তাহলে তার থেকে কষ্ট একজন অফিসারের আর কিছুই হতে পারে না! সম্ভবত, খুব শিগগিরই নিজ থেকেই `আই কুইট` বলার সময় চলে আসবে, তারপরও আশা করি হয়ত ভালো কিছুই হবে, চেষ্টা করছি পজিটিভ থাকার, সিনিয়রদের ভরসায় মোটিভেটেড থাকার!! আল্লাহ ভরসা!’

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭