ইনসাইড সাইন্স

আগামীকাল শুরু হচ্ছে জমজমাট স্মার্টফোন ও ট্যাব মেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/07/2019


Thumbnail

স্মার্টফোন প্রেমীদের জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে আজ রাতটা পার হলেই। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে স্মার্ট ডিভাইস নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন স্মার্টফোন ও ট্যাব মেলা। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিনদিনের এই মেলা।

মেলায় দেশী-বিদেশী বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড ও স্মার্টফোনের অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং, হুয়াওয়ে ও অপ্পো। গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে ভিভো এবং ডিএক্স টেল। আর সিলভার স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মটোরোলা। সহযোগী হিসেবে আছে এডুমেকার। 

বৃহস্পতিবার সকাল ১০টায় মেলা সবার জন্য উন্মুক্ত করা হবে। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। যা থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সার রোগীর চিকিৎসায় দান করা হবে। আর প্রতিদিন রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা

স্যামসাং স্মার্টফোন ও ট্যাব বিক্রি করবে। থাকবে তাদের গেইমিং জোন। মেলায় এসব ব্র্যান্ডের পাশাপাশি ডিএক্স টেল নিয়ে আসছে শাওমির সব পণ্য। সেখানে শাওমির স্মার্টফোন, স্মার্ট ব্যান্ড, মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে আসছে। হুয়াওয়ে স্মার্টফোনের পাশাপাশি ট্যাব, স্মার্ট ব্যান্ড ও মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করবে। অপ্পো মেলায় তাদের স্মার্টফোন ও মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে হাজির থাকছে। 

ভিভো স্মার্টফোন নিয়ে অংশ নিচ্ছে এবারের মেলায়। আর মটোরোলা তাদের সর্বশেষ মডেলের সব স্মার্টফোন আনছে মেলাতে। 

এসব ব্র্যান্ড ছাড়াও মেলায় স্মার্টফোন নিয়ে আসছে আইফোন, নোকিয়া, ম্যাক্সিমাস, রিয়েলমি, ইউমিডিজি তাদের স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ নিয়ে অংশ নিচ্ছে। 

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭