ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে : ২৫.০৫.২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/05/2017


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন।

ম্যানচেস্টারের হামলাকারীর বাবা ও ভাইরা আটক
যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা সন্ত্রাসী হামলার সাথে জড়িত একটি বড় নেটওয়ার্ক নিয়ে তদন্ত করছে। ম্যানচেস্টারের হামলাকারীর বাবা রমজান এবং ছোট ভাই হাশেমকে লিবিয়ার মিলিশিয়ায় আটক রাখা হয়েছে। এছাড়া তার বড় ভাই, ইসমাইলকে গতকালমঙ্গলবার দক্ষিণ ম্যানচেস্টারের চৌল্টনে আটক করা হয়।

জাকার্তায় বোমা হামলায় পুলিশসহ তিনজন নিহত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল বুধবার একটি ব্যস্ত বাস টার্মিনালে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় পুলিশের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শহরের পূর্বাঞ্চলের কামপুং মেলাইয়ু বাস টার্মিনালে ওই বিস্ফোরণে আহত হন পুলিশের আরও পাঁচ সদস্য। যুক্তরাজ্যে কনসার্টে হামলার দুই দিন পরই জাকার্তায় এ হামলা হলো।

রোহিঙ্গা মুসলিমদের ছাড়াই বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শুরু সু চি’র
মিয়ানমারের কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে থেমে যাওয়া শান্তি-প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে গতকাল বুধবার নতুন করে শান্তি আলোচনা শুরু করেছেন অং সান সু চি। তবে রাখাইন রাজ্যে দেশটির সেনা অভিযানে দমন-পীড়নের শিকার রোহিঙ্গা মুসলিমরা এই আলোচনায় নেই। মিয়ানমারের সাবেক সামরিক সরকারের সময় শান্তি-প্রক্রিয়ায় যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আলোচনায় অংশ নিয়েছিল, এবারও তাদেরই সঙ্গে পাঁচ দিনের আলোচনায় বসেছে সরকার।

নদী সমস্যার জট খুলতে মোদি মমতা বৈঠক
নদী সমস্যার জট খুলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বিকেলে কলকাতা থেকে রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন মমতা। আজ বৃহস্পতিবার বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক বসবেন তিনি।


বাংলা ইনসাইডার/এসএফ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭