ইনসাইড বাংলাদেশ

বঙ্গোপসাগরে কার্গো ডুবি নিখোঁজ ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/07/2019


Thumbnail

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে ডুবে যাওয়া লবণবাহী কার্গো ট্রলারের ১৩ মাঝিমাল্লার এখনও নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার সকালে মেঘনা নদীর মোহনা সংলগ্ন হাতিয়া চ্যানেলে এই নৌ দুর্ঘটনা ঘটেছে। কার্গোটি প্রায় সাড়ে ছয় হাজার মণ লবণ বহন করছিল।

মক্কা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে বলে হয়েছে, গত বৃহস্পতিবার চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি রাফসান (লাইসেন্স নং-১৯৪৮)। এরপর শুক্রবার ট্রলারটি বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে কাছে আসলে ডুবে যায়।

কার্গো ট্রলারটি মক্কা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ এর পরিশোধিত লবণ খুলনার সুপার এক্স লেদার ট্যানারিতে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। ডুবে যাওয়া ট্রলারে মাঝিমাল্লাসহ ১৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে হামিদ নামের একজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় ফিসিং বোট।

বাংলা ইনসাইডার/বিকেডি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭