ইনসাইড হেলথ

মেয়েদের ইউরিন ইনফেকশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/05/2017


Thumbnail

মুত্রনালীতে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ইউরিন ইনফেকশন দেখা দেয়। মেয়েদের ক্ষেত্রে এ রোগের আশঙ্কা বেশি থাকে। সময়মত চিকিৎসা না নিলে ভুগতে হতে পারে আজীবন। যথাযথ ব্যবস্থা নিতে জানতে হবে ইউরিন ইনফেকশন সম্পর্কে।

‘ঘরোয়া চেম্বার’ এর আজকের পর্বে আলোচনা হবে ইউরিন ইনফেকশন নিয়ে। পরামর্শে আছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক কোহিনুর বেগম।

ইউরিন ইনফেকশনের কারণগুলো কী?
যেকারো ইউরিন ইনফেকশন হতে পারে। তবে একাধিক সন্তান প্রসব, শারীরিক গঠনসহ একাধিক কারণে মেয়েদের এই রোগের আশঙ্কা বেশি থাকে। এছাড়াও কিছু কারণে ইউরিন ইনফেকশন হতে পারে-

- ডায়াবেটিস

- অসতর্ক যৌন সম্পর্ক

- অপরিচ্ছন্নতা

- কিডনির পাথর

- গর্ভাবস্থা

- মূত্রথলিতে ক্যাথেটার পড়া থাকলে

- দীর্ঘসময় চলাফেরা না করা

- মূত্রনালীতে একাধিক রোগ

এ রোগের লক্ষণগুলো কী কী?
ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো বয়স, লিঙ্গ, মুত্রনালীর কোন অংশ সংক্রামিত হয়েছে তার উপর নির্ভর করে। তবে সবক্ষেত্রেই কিছু লক্ষণ দেখা যায়-

- প্রস্রাব গাঢ় হলুদ বা লালচে হওয়া

- প্রস্রাবে বাজে গন্ধ

- ঘন ঘন প্রস্রাবের বেগ আসা কিন্তু ঠিক মতো না হওয়া

- প্রস্রাবের সময় জ্বালা-পোড়া বা ব্যথা করা

- তলপেটে বা পিঠে তীব্র ব্যথা

- জ্বর জ্বর ভাব থাকা

- বমি ভাব বা বমি হওয়া

ইউরিন ইনফেকশন প্রতিরোধের উপায় কী ?

- প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি ইনফেকশন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শরীর থেকে বের করতে সাহায্য করে।

- প্রস্রাবের সঙ্গে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়। তাই প্রসাব আটকে রাখা যাবে না।

- প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ যুক্ত খাবার খান। ভিটামিন সি প্রস্রাবকে অম্লীয় বা অ্যাসিডিক করে শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে।

- ঢিলেঢালা পোশাক পরতে হবে যাতে অতিরিক্ত ঘাম না হয়।

- হেলদি লাইফস্টাইল মেনে চলতে হবে। ক্যাফেইন, অ্যালকোহল, ধূমপান থেকে বিরত থাকতে হবে।

- পরিচ্ছন্নতা মেনে চলতে হবে।

- মেয়েদের ক্ষেত্রে স্যানিটারি ন্যাপকিন বদলানো, সুতির অন্তর্বাস ব্যবহার করতে হবে।

শুধু প্রতিরোধ নয়, সচেতন হওয়ার মাধ্যমে ইউরিন ইনফেকশন দ্রুত প্রতিকার করা সম্ভব।

গাইনি যেকোনো সমস্যায় আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন 

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭