ইনসাইড পলিটিক্স

জিয়া-খালেদার গুনকীর্তনকারী ইনাম চৌধুরী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/07/2019


Thumbnail

কট্টর বাংলাদেশী জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী এবং জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বহু গ্রন্থের লেখক ও রাজনীতিবীদ ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করায় আওয়ামী লীগে তোলপাড় চলছে। বিশেষকরে তৃণমূল নেতারা বিষয়টি সহজভাবে নেননি। জিয়া-খালেদার গুণকীর্তনকারী ইনাম আহমদ চৌধুরী বিএনপির রাজনীতিতে থাকাকালে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে দল থেকে মনোনয়ন না পেয়ে বিএনপি ত্যাগ করে চলে যান ক্ষমতাসীন আওয়ামীলীগের রাজনীতিতে। ওই সময় তাকে দলীয় কোনো পদ না দেওয়া হলেও ভবিষ্যতে কেন্দ্রীয় কোনো পদ দেয়া হতে পারে এমন গুঞ্জন ছিল। অবশেষে তাকে পুরস্কৃত করেছে আওয়ামী লীগ। দলটি তাকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করেছে।রবিবার (৭ জুলাই) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইনাম আহমেদ চৌধুরীকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর দলের ২০তম কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভানেত্রী এ মনোনয়ন দেন।

ইনাম আহমদ গত বছরের ১৯ ডিসেম্বর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে ইনাম আহমেদ বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ছিলেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক কূটনীতিক ও আমলা ইনাম আহমেদ চৌধুরী। প্রাথমিক মনোনয়ন তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি। পরে এই আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল মুক্তাদিরকে মনোনয়ন দেয় বিএনপি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭