ইনসাইড গ্রাউন্ড

যে রান আউটে কাঁদল ভারত (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/07/2019


Thumbnail

জাদেজা আউট হবার পরেও আশায় বুক বেঁধেছিল ভারতীয়রা। কারণ মিস্টার ফিনিশার ধোনি তখনও ক্রিজে। ধোনি আগাচ্ছিলও সেভাবে। ফার্গুসনের ওভারের প্রথম বলে বিশাল ছক্কা মেরে ভয় পাইয়ে দিয়েছিল কিউইদের। তবে যে রানিং বিটুইন দ্যা উইকেটে খ্যাতি রয়েছে ধোনির, সেখানেই তালগোল পাকিয়ে ফেললেন সাবেক এই অধিনায়ক। সিঙ্গেলের জায়গায় ডাবল নিতে গিয়ে ধরা পড়লেন গাপটিলের হাতে।

মার্টিন গাপটিল। শেষ দুই বিশ্বকাপে দেখেছেন মুদ্রার দুই পিঠ। ২০১৫ বিশ্বকাপে যেখানে একাই টেনে তুলেছিলেন নিউজিল্যান্ডকে ফাইনালে, ২০১৯ বিশ্বকাপে সেখানে ধুঁকছে ব্যাট হাতে। তবে সবকিছু ছাপিয়ে এবারও দলকে ফাইনালে তুলতে পালন করলেন অন্যতম ভূমিকা। এবার ব্যাট হাতে নয়, বল হাতে! রান আউটে নিউজিল্যান্ডকে তুললেন ফাইনালে।

গাপটিলের এক থ্রোতে ঘুরে গেছে ম্যাচের চাকা। যদিও নিউজিল্যান্ডের আজকের ম্যাচের বড় হুমকি ছিল জাদেজা, তবুও ইতিহাস বলে ধোনি ক্রিজে থাকা মানে ম্যাচের পাল্লা ভারতের পক্ষে ঝুঁকে থাকা। সেই ধোনিই যখন ভারতকে নিয়ে যাচ্ছিল জয়ের দিকে, গাপটিল ফেরালেন তাঁকে অবিশ্বাস্য এক থ্রোতে। সেখানেই মূলত ম্যাচ চলে যায় কিউইদের হাতে। তাইতো ম্যাচ শেষে টেইলর-উইলিয়ামসন বা হেনরিকে বাদ দিয়ে সবাই পড়ে আছে গাপটিলের সেই থ্রোতে!

ধোনি আউট না হলে হয়তো এতক্ষণে ফাইনালে থাকতো ভারত। তবে গাপটিলের সেই রান আউটে ধোনির শেষ বিশ্বকাপ ম্যাচটা হয়ে থাকলো এক দুঃস্বপ্নের ম্যাচ। এক ভুলে যাওয়ার ম্যাচ। অন্যতম ফেভারিট ভারতকে বিদায় নিতে হচ্ছে সেমি থেকেই।



বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭