ওয়ার্ল্ড ইনসাইড

বৃষ্টির মতো ঝরছে টাকা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2019


Thumbnail

চারদিকে শুধু টাকা আর টাকা। বৃষ্টির মতো ঝরে পড়ছে টাকা। আর হুমড়ি খেয়ে পড়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের হাইওয়েতে এমন ঘটনাই ঘটেছে। স্থানীয় সময় বুধবার বিকেলে হাইওয়ে দিয়ে যাচ্ছিল গার্ডাওয়ার্ল্ড সিকিউরিটি সার্ভিসের একটি টাকা বোঝাই ট্রাক। কোনও ভাবে সেটির দরজার লক খুলে যায়। আর ভিতর থেকে মুড়ি-মুড়কির মতো ডলার বেরিয়ে ছড়িয়ে পড়ে রাস্তায়। বাতাসের মধ্যে সেগুলো এমনভাবে উড়ছিল। মনে হচ্ছিলো যেন টাকার বৃষ্টি ঝরছে।

খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন রাস্তায় ছড়িয়ে পড়া ডলারগুলো মোটামুটি সাফ। ট্রাকে পড়ে ছিল কেবল সামান্য কিছু নোট।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা গায়েব হয়ে গেছে ট্রাক থেকে। মানুষের কাছে টাকাগুলো ফেরত চাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও বিভিন্ন ছবি বিশ্লেষণ করে যারা ডলারগুলো কুড়িয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে। নিজ থেকে পুলিশ স্টেশনে টাকা জমা দিয়ে না গেলে তাদের বাড়িতে গিয়েও হানা দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭