ইনসাইড গ্রাউন্ড

আইপিএলের নিয়মে বিশ্বকাপ আয়োজনের দাবি কোহলির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2019


Thumbnail

ভারতের বিশ্বকাপ বিদায় মেনে নিতে পারছেন না ভারতীয়রা। এই বিশ্বকাপের দুর্দান্ত ভারত সেমিফাইনালে ভাগ্যের বদৌলতে সুযোগ পাওয়া নিউজিল্যান্ডের কাছে হেরে যাবে- এটাই সবথেকে বড় হতাশা। ভারতীয়দের থেকেও বেশি হতাশ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের ফরম্যাট বদলানোর কথাও তুললেন কোহলি।

এবারের বিশ্বকাপের সেমিফাইনালের লাইন আপ হয়েছে আইপিএলের প্লে অফ আদলে। যেখানে গ্রুপ পর্বের শীর্ষ দল ভারত খেলেছে চতুর্থ দল নিউজিল্যান্ডের বিপক্ষে, অন্যদিকে দ্বিতীয় হওয়া অস্ট্রেলিয়া আজ (১১ জুলাই) খেলবে তৃতীয় হওয়া স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। আইপিএলের সাথে এখানে পার্থক্য হল আইপিএলের শীর্ষ হওয়া দল কোয়ালিফায়ারে হেরে গেলেও সুযোগ পায় আরও একটি। মূলত টুর্নামেন্টজুড়ে ভালো খেলার পুরষ্কারই বলা যায় এটিকে।

সংবাদ সম্মেলনে কোহলি প্রকাশ্যেই বলেছেন আইপিএল আদলেই প্লে অফ হওয়া উচিৎ বিশ্বকাপের। পুরো টুর্নামেন্ট ভালো খেলা একটা দল মাত্র এক ম্যাচ হেরে বাড়ি ফিরবে ব্যাপারটা ভালো চোখে দেখছেন না ভারত কাপ্তান,‘ এরকম কিছু হলেই ভালো হয়। গ্রুপ পর্বে শীর্ষে থাকাদের জন্য অতিরিক্ত কিছু সুযোগতো থাকা দরকার। এটা ভাবার বিষয়, গুরুত্বপূর্ণ পয়েন্টও বটে। এটা চালু হতেও পারে। দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষে থেকে আপনি সেমিফাইনাল খেলবেন অথচ এক ম্যাচে হেরেই বিদায়। এটা দু;খজনক তবে মেনে নেওয়া ছাড়া এ মুহুর্তে কিছু করার নাই।’

এমন গুরুত্বপূর্ন ম্যাচ হেরে শতকোটি ভারতীয়র তৃতীয় বিশ্বকাপ স্বপ্ন হয়েছে ভেঙ্গে চুরমার। ইনিংসের শুরুতে হুড়মুড়িয়ে টপ অর্ডারের ভেঙ্গে পড়াই ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ২৪০ রানের লক্ষ্য তাড়ায় হেনরি-বোল্টের ৪৫ মিনিটের আগুন ঝরানো বোলিং তোপেই যে পিছিয়ে পড়ে ভারত তা স্বীকার করেন কোহলি, ‘আপনি আগে কি করেছে সেটা মুখ্য নয়। প্রতিটি দিনই নতুন, সেদিন আপনি ভালো না খেললে বাড়ি ফিরবেন স্বাভাবিক। পুরো টুর্নামেন্ট অসাধারণ খেলে মাত্র ৪৫ মিনিটের বাজে খেলায় আমাদের বাদ পড়তে হল। এটা সবারই মন খারাপ করেছে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭