ইনসাইড গ্রাউন্ড

কিংবদন্তি ম্যাকগ্রাকে ছাড়িয়ে শীর্ষে স্টার্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2019


Thumbnail

মিচেল স্টার্কের ক্রস-সিমের লাইন ধরে রাখা বল মিস করে প্লামবড হলেন বেইরস্টো। হলেন এলবিডব্লিউ। ৪৩ বলে ৩৪ রান করেছেন, ভেঙেছে ১২৪ রানের ওপেনিং জুটি। এতক্ষণে হয়তো ম্যাচ চলে গেছে অস্ট্রেলিয়ার নাগালের বাইরে। তবে স্টার্কের এই উইকেটটা ভেঙে দিল ক্রিকেট বিশ্বকাপের সকল রেকর্ড।

স্বদেশী কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার এক আসরের সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা ভাঙলেন মিশেল স্টার্ক। ২০০৭ বিশ্বকাপে ম্যাকগ্রার গড়া রেকর্ড টিকলো ১২ বছর। ২৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে স্টার্ক।

তালিকার দুই নম্বরে নেমে গেলেন ম্যাকগ্রা। ২৩ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে যৌথভাবে চামিন্দা ভাস, মুরালিধরন এবং শন টাইট।

২৭*- মিচেল স্টার্ক (২০১৯)

২৬- গ্লেন ম্যাকগ্রা (২০০৭)

২৩- চামিন্দা ভাস (২০০৩)

২৩- মুত্তিয়াহ মুরালিধরন (২০৭)

২৩- শন টেইট (২০০৭)

২২- ব্রেট লি (২০০৩)

২২- ট্রেন্ট বোল্ট (২০১৫)

২২- মিচেল স্টার্ক (২০১৫)

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭