ইনসাইড বাংলাদেশ

বিএনপির বর্তমান নেতৃত্বের অপসারন চান সোহেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2019


Thumbnail

দীর্ঘ ১০ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির অন্যতম তরুণ নেতা হাবিব উন নবী খান সোহেল। মুক্তি পেয়ে তিনি বর্তমান নেতৃত্বের অপসারন দাবি করেছেন। গতকারে তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেলে তাকে জেলগেটে অভ্যার্থনা জানান বিএনপির তরুণ নেতাকর্মীরা। সেখানে তিনি বলেন, ‘বর্তমান নেতৃত্ব দিয়ে বিএনপি কিছুই করতে পারবে না। খালেদা জিয়ার মুক্তি অসম্ভব। আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি অসম্ভব।’ সে সময় তিনি বিএনপির বর্তমান নেতৃত্ব অপসারন করে নতুন নেতৃত্ব দাবি করেন এ নেতা।

উল্লেখ্য যে, বিএনপিতে তরুণদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বর্তমান নেতৃত্বের বিরোধ রয়েছে। সেই বিরোধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাজনক অবস্থানে ছিলেন হাবিব উন নবী খান সোহেলের কারাবরণের কারণেই। সোহেল মুক্ত হওয়ার পর এখন বিএনপির কোন্দল নতুন মাত্রা পাবে বলেই বিএনপির ঘনিষ্ঠরা মনে করছেন।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭