ইনসাইড গ্রাউন্ড

বিমানের টিকিটও পাচ্ছেন না কোহলিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2019


Thumbnail

সেমিফাইনালে হেরে যাওয়ায় বিদায় ঘটেছে ভারতের। শোনা গিয়েছিল হেরেই দেশের ফেরার টিকিট খুঁজছিলেন কোহলির দল। কিন্তু চাইলেও ব্যাগপত্র গুটিয়ে দেশে ফিরতে পারেছেন না কোহলিরা। সময়মতো বিমান টিকিটের ব্যবস্থা যে হয়নি।

নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারের পর ম্যানচেস্টারে নিজেদের টিম হোটেল ছেড়েছে কোহলির দল। কিন্তু ম্যানচেস্টার ছাড়তে পারেনি তারা। ভারতীয় দলের লজিস্টিক টিম খেলোয়াড়দের জন্য সময়মতো বিমান-টিকিটের ব্যবস্থা করতে পারেনি। তাই আপাতত ফাইনাল পর্যন্ত ইংল্যান্ডেই থাকতে হচ্ছে ভারতীয় দলকে। পরশু লর্ডসে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরশুর মধ্যে টিকিটের ব্যবস্থা করতে পারেনি দলের লজিস্টিক বিভাগ। তাই ফাইনাল শেষ করেই দেশে ফিরতে হবে রবি শাস্ত্রীর শিষ্যদের। কারণ পরশুর পর টিকিটের বুকিং পাওয়া গেছে। খেলোয়াড়েরা এবং কোচিং স্টাফরা ছোট ছোট দল হয়ে ফিরবেন ভারতে।

ভারতের সংবাদ সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বেশির ভাগ খেলোয়াড় ১৪ জুলাই পর্যন্ত ম্যানচেস্টারেই থাকবেন। দেশে ফিরবেন ওখান থেকেই।’ তবে সব ক্রিকেটার যে দেশে ফিরবেন তা নয়। ১৫ দিনের ছুটি পেয়েছেন কোহলিরা। এ সময় পছন্দের জায়গা থেকে ঘুরে আসতে পারেন ক্রিকেটাররা। সেটি অবশ্য টিকিট পাওয়ার ওপর নির্ভর করছে।

এর মধ্যে মহেন্দ্র সিং ধোনি দেশে ফিরবেন বলে আগেই নিশ্চিত করেছেন। দেশে ফেরার পর ধোনি তাঁর অবসর নিয়ে কোনো ঘোষণা দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭