ইনসাইড গ্রাউন্ড

এবার বাংলাদেশের সমালোচনায় সৌরভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/07/2019


Thumbnail

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারেনি। তবু সাকিব-মুস্তাফিজদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি বরাবরই বাংলাদেশের প্রশংসা করেন।

ম্যানচেস্টারে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের পর সৌরভের মুড খারাপ থাকারই কথা। তবু সাংবাদিকদের কাছে পেয়ে কিছুক্ষণ কথা বললেন। বাংলাদেশের সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ  প্রসঙ্গ নিয়েও কথা বলেন। ‘এবারে বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে খেলার সামর্থ্য ছিল। পারেনি, তবু ব্যাট-বলে বাংলাদেশের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে সাকিবের কথা না বললেই নয়। ব্যাটে ও বলে তার দৃঢ়তায় প্রমাণ মিলেছে বিশ্বসেরা ক্রিকেটারের। একজন ক্রিকেটার ধারাবাহিকভাবে এতটা ভালো খেলবে তা ভাবাই যায় না। মুস্তাফিজুর রহমানও ভালো বোলিং করেছেন।  আমি বলব বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। একটা বিষয়ে বলা উচিত নয়। তবু বলছি এতটা ভালো খেলার পরও বাংলাদেশে কেন কোচ স্টিভ রোডসকে বিদায় করলো। তাকে আরো সুযোগ দেওয়া উচিত ছিল। এই টুর্নামেন্ট শেষে তিনি দলের অনেক ভুল শুধরাতে পারতেন।’

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭