ইনসাইড পলিটিক্স

যৌথ নেতৃত্বে চলবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2019


Thumbnail

এইচ এম এরশাদের মৃত্যুর পর যৌথ নেতৃত্বে চলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। যেহেতু এরশাদ তার মৃত্যুর আগে আদেশপত্রে বলেছেন যে, তার অনুপস্থিতিতে জিএম কাদেরই হবেন দলের চেয়ারম্যান। তাই দলের চেয়ারপারসনের দায়িত্ব জিএম কাদেরই পালন করবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে বিরোধীদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ।

জানা গেছে যে, জাতীয় পার্টির সংসদীয় দলে রওশন এরশাদের প্রভাবই সবচেয়ে বেশি। এজন্য তাকেই সংসদীয় দলের নেতা এবং বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত করা হতে পারে। তবে এই যৌথ নেতৃত্ব কতদিন টিকবে সেটাও একটা প্রশ্ন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭