ইনসাইড বাংলাদেশ

টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2019


Thumbnail

সিলেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমা নদীতে নিখোঁজ হওয়া কিশোর সামাদের লাশ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

জালালাবাদ থানার ওসি মো. ওকিল উদ্দিন বলেছেন, আজ সোমবার দুপুরে সুরমা নদীর লামাকাজি এলাকায় সামাদের লাশ ভেসে উঠলে উদ্ধার করে বিশ্বনাথ থানার পুলিশ। পরে সিলেট মহানগরের জালালাবাদ থানার পুলিশ লাশ নিয়ে আসে।

সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গান ‘তরে ভুলে যাওয়ার লাগি আমি ভালবাসিনি/সব ভেঙে এভাবে ভাবতে পারিনি’ গানের টিকটক ভিডিও করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় সিলেট নগরের বাগবাড়ি এলাকার কিশোর আব্দুস সামাদ।

উল্লেখ্য, গত শুক্রবার মহানগরের তেমুখি সংলগ্ন সুরমা নদীর উপর নির্মিত শাজালাল সেতু ২ এর উপর থেকে টিকটকের ভিডিও করতে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন সামাদ। বিকেল সাড়ে ৫টার দিকে দুই বন্ধু মিলে টিকটকের ভিডিও তৈরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় একজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ সামাদকে উদ্ধার করতে স্থানীয়রা মিলে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে খোঁজ চালালেও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে টিকটকের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিওটি প্রচার করেছেন।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭