ইনসাইড গ্রাউন্ড

এক নজরে ইংল্যান্ড বিশ্বকাপের যত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2019


Thumbnail

পর্দা নামলো ইংল্যান্ড বিশ্বকাপের। দেড় মাসের লম্বা ক্রিকেট যজ্ঞের সমাপ্তি ঘটলো নতুন চ্যাম্পিয়ন পাওয়ার মাঝে দিয়ে। পরের আসরের জন্য অপেক্ষা করতে হবে চার বছর। ইংল্যান্ড বিশ্বকাপ দিয়েছে অনেক কিছু। অনেক রেকর্ড, অনেক স্মৃতি। ব্যাটে-বলে এবার পিছিয়ে ছিল না বাংলাদেশিরাও। সর্বাধিক পাঁচ রান বা উইকেট সংগ্রাহক, অন্তত রয়েছে একজন টাইগার। 

সদ্য শেষ হয়ে যাওয়া এই বিশ্বকাপের উপর চোখ বুলিয়ে নেয়া যাক এক নজরে। 

চ্যাম্পিয়ন- ইংল্যান্ড

রানার্সআপ- নিউজিল্যান্ড।

ম্যান অব দ্যা ফাইনাল- বেন স্টোকস

ম্যান অব দ্যা টুর্নামেন্ট - কেন উইলিয়ামসন

দলীয় রেকর্ডসমূহ

সর্বোচ্চ ইনিংস- ইংল্যান্ড (৩৯৭/৯, বাংলাদেশের বিপক্ষে)

সর্বনিম্ন ইনিংস- পাকিস্তান (১০৫/১০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)  

এক ইনিংসে সর্বাধিক অতিরিক্ত রান- শ্রীলঙ্কা (৩৫)

সর্বোচ্চ ব্যবধানে জয়- ১৫০ (ইংল্যান্ড হারায় আফগানিস্তানকে)

বাংলাদেশের সবচেয়ে বড় জয়- ৬২ রানে (আফগানিস্তানের বিপক্ষে)

রানের রেকর্ড

এক ম্যাচে সর্বাধিক রান- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (৭১৪)

সর্বাধিক রান- রোহিত শর্মা (৬৪৮)

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- ডেভিড ওয়ার্নার (১৬৬)

সর্বোচ্চ জুটি- ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা (১৯২)

সর্বাধিক ব্যাটিং এভারেজ- সাকিব আল হাসান (৮৬.৫৭)  

সর্বাধিক শতক- ৫টি (রোহিত শর্মা, ৯ ম্যাচে)

বাংলাদেশিদের মধ্যে- সাকিব আল হাসানের (২ টি)

সর্বাধিক অর্ধশতক- সাকিব আল হাসান (৫টি)

সর্বাধিক ডাক- নুয়ান প্রদীপ এবং শোয়েব মালিক (৩ বার)

সর্বাধিক ছয়– এডউইন মরগান (২২টি)  

বাংলাদেশিদের মধ্যে লিটন দাস (৫টি)  

এক ইনিংসে সর্বাধিক ছক্কা- এডউইন মরগান (১৭টি)

বলের রেকর্ড

সর্বাধিক উইকেট- মিচেল স্টার্ক (২৭টি)

বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজুর রহমান (২০টি)

সেরা বোলিং ফিগার- শাহীন আফ্রিদি (৩৫/৬)  

বাংলাদেশিদের মধ্যে- সাকিব আল হাসান (২৯/৫)

এক ইনিংসে সর্বাধিকবার ৫ উইকেট- মোস্তাফিজুর রহমান এবং মিচেল স্টার্ক (২ বার)

এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচ- রশিদ খান (১১০/০ (৯.০), ইংল্যান্ডের বিপক্ষে)  

ক্যাচ এবং ডিসমিসালের রেকর্ড

সর্বাধিক ডিসমিসাল- টম লাথাম (২১টি)

এক ইনিংসে সর্বাধিক ডিসমিসাল- অ্যালেক্স ক্যারি (৫টি) 

সর্বাধিক ক্যাচ- জো রুট (১৩টি)  

বাংলাদেশিদের মধ্যে সৌম্য সরকার (৭টি)

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭