ইনসাইড ট্রেড

হাস্যকর নিয়মে সমালোচনায় পুড়ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2019


Thumbnail

ইংল্যান্ড বিশ্বকাপের সমাপ্তি ঘটলেও অজস্র বিতর্কের সমাপ্তিটা ঘটেনি এখনো। টুর্নামেন্টের শুরুতে বৃষ্টি-বিতর্ক, আর মধ্যভাগ থেকে শুরু হওয়া আম্পায়ারিং বিতর্ক। ইংল্যান্ড বিশ্বকাপ যেন বিতর্কের বিশ্বকাপ। বিতর্কের পাল্লাটা ভারী হয়েছে ফাইনালে। যেখানে শিরোপা নির্ধারণের পদ্ধতিটাই হয়ে গেছে প্রশ্নবিদ্ধ। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সমালোচনা তাই চলছে খুব জোরেশোরে।  

হিটম্যান খ্যাত ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার মতে, এই নিয়মের পরিবর্তন আনা দরকার। টুইটারে এক বার্তায় তিনি লেখেন, ‘ক্রিকেটের কিছু নিয়মে জরুরিভাবে পরিচর্যা করা দরকার।’

সাবেক ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর লেখেন, ‘আমি বুঝলাম না, কিভাবে বাউন্ডারি অনুপাতের উপর ভিত্তি করে খেলার ফলাফল ঠিক করা হল? হাস্যকর একটা নিয়ম বানালো আইসিসি। ফলাফল টাই ঘোষণা করা উচিত ছিল। শ্বাসরুদ্ধকর একটি ফাইনাল ম্যাচ উপহার দেয়ার জন্য আমি দুই দলকেই অভিনন্দন জানাতে চাই।’

গম্ভীরের পাশাপাশি আইসিসির এই নিয়ম নিয়ে একমত নন তার সাবেক সতীর্থ যুবরাজ সিংও। তিনি লেখেন, ‘আমি এই নিয়মের সঙ্গে একমত হতে পারলাম না; কিন্তু নিয়ম তো নিয়মই, শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন ইংল্যান্ডকে। তবে আমার হৃদয়টা কিউইদের কাছে আছে, কেননা ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে তারা। অসাধারণ ম্যাচ এবং এক ঐতিহাসিক ফাইনাল।’

শিরোপা জিততে না পারায় এক টুইট বার্তা আইসিসিকে ব্যঙ্গ করেন সাবেক কিউই ক্রিকেটার স্কট স্টাইরিস। তিনি লেখেন, ‘ভালো কাজ করেছ আইসিসি। দারুণ এক তামাশা দেখালে তুমি!’

এমন নিয়ম বানানোয় প্রতারিত অনুভব করছে সাবেক কিউই অলরাউন্ডার ডিওন ন্যাশ। তিনি বলেন, ‘সত্যিই আমি খুব শূন্যতা অনুভব করছিল এবং কিছুটা প্রতারিত হয়েছি। পরিস্কারভাবে এটা হাস্যকর একটা নিয়ম। সত্যিই অদ্ভুত।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭