ইনসাইড গ্রাউন্ড

২০২৩ বিশ্বকাপ জিততে যাচ্ছে ভারত!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2019


Thumbnail

বিশ্বকাপ আয়োজন করলেই মিলছে ট্রফি। বিশ্বকাপের শেষ তিন আসরে এমনই হচ্ছে। যে ইংল্যান্ড কখনোই পায়নি বিশ্বকাপের ছোঁয়া, তারাও বিশ্বকাপ আয়োজন করে জিতে নিল শিরোপা। সেই হিসেবে পরের বিশ্বকাপ, অর্থাৎ ২০২৩ বিশ্বকাপ জিততে যাচ্ছে আয়োজক দেশ ভারত। 

`২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জিতবে ভারত!` ইংল্যান্ডে আয়োজিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সমাপ্তির পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দাবিই। ভারতীয় ক্রিকেট ফ্যানেদের অধিকাংশের মতেই, পরবর্তী বিশ্বকাপ ঘরে আনবে রোহিত-কোহলিরা। আর এই দাবির কারণ, ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ভারত।  

২০১৯ বিশ্বকাপের মতোই ২০২৩-এও সেরা ১০ টিম অংশ নেবে বিশ্বকাপে। এই নিয়ে চতুর্থ বার একদিনের ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হবে ভারতে। এর আগে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছে ইংল্যান্ড। ১৯৭৫,১৯৭৯,১৯৮৩, ১৯৯৯ এবং ২০১৯- ক্রিকেটের আবিষ্কারকরা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছে পাঁচবার।

বাংলা ইনসাইডার/এসএম  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭