কালার ইনসাইড

বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পেলেন এটিএম শাসসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2019


Thumbnail

মহানায়কখ্যাত চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদের চলে যাওয়ার ৯ বছর হয়ে গেলো। ২০১০ সালের ১৫ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে ধরে রাখতে এবং প্রবীণ বরণীয় শিল্পীদের স্মরণীয় করে রাখতে বুলবুল আহমেদের পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ হতে প্রতি বছর সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়।

গতকাল রোববার বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেওয়ার আয়োজন করেছে বুলবুল আহমেদ ফাউন্ডেশন। এই বছর বুলুবুল আহমেদ স্মৃতি সম্মাননা পেলেন বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। এই স্মৃতি স্মারক হাতে পেয়ে ভীষণ খুশি হয়েছেন এ টি এম শামসুজ্জামান।

এটিএম শামসুজ্জামান বলেছেন, এখন যারা বুলবুল আহমেদকে সরাসরি পাবে না, তারা তাঁর সিনেমা দেখো। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে ওঠেন।

এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান বলেছেন, আগের চেয়ে এখন তিনি যথেষ্ট ভালো আছেন। কথা বলছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। কেবল নার্সিং সেবার জন্য তাঁকে এখানে রাখা হয়েছে।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭