ইনসাইড বাংলাদেশ

রওশনও মেনে নিলেন রংপুরবাসীর কথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/07/2019


Thumbnail

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এইচ এম এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ রংপুরবাসীর দাবি মেনে নিয়েছেন। এরশাদের মৃতদেহ পল্লীনিবাসে দাফন করার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এর আগে, রংপুরে এরশাদের চতুর্থ নামাজে জানাজা শেষে মরদেহ ঘিরে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। এরশাদের ছোটভাই এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এসময় ঢাকায় লাশ ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে জানাজা মাঠ থেকে বেরিয়ে আসেন। এরপর স্থানীয় নেতা-কর্মীরাই লাশবাহী গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। এর কিছুক্ষণ পরই জাতীয় পার্টির পক্ষ থেকে জিএম কাদের জানান, এরশাদকে পল্লীনিবাসেই দাফন করা হবে। রওশন এরশাদও এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলেও উল্ইলেখ করেন তিনি। 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭